দীর্ঘদিন ধরে জাতীয় দলে নেই তিনি। শেষ টি-২০ বিশ্বকাপের সময় দলে থাকলেও , প্রথম একাদশে জায়গা হয়নি। তিনি নাকি জাতীয় দলে খেলার কথা আর ভাবছেনই না। এমনটাই জানালেন তিনি। যার কথা বলা হচ্ছে তিনি আর অন্য কেউ নন, তিনি হলে যুজবেন্দ্র চ্যাহাল। ভারতীয় দলে ভবিষ্যৎ যে অনিশ্চিত, তা নাকি বুঝে গিয়েছেন তিনি। সম্প্রতি বিদেশের ক্লাবের হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন চ্যাহাল। ঠিক তখনই ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের সময়।

এই মুহুর্তে আইপিএলের প্রস্তুতিতে ব্যস্ত চ্যাহাল। আর তারি ফাঁকে চ্যাহাল বলেন, “ যেটা আমার হাতে নেই, সেটা নিয়ে ভেবে সময় নষ্ট করতে চাই না।’’ আইপিএলের গত নিলামে চহলকে ১৮ কোটি টাকা দিয়ে কিনেছে পঞ্জাব

তবে নিজের কথা না ভাবলেও, বন্ধু কুলদীপ যাদবের পারফরম্যান্সে উচ্ছ্বসিত চ্যাহাল । এই তিনি বলেন, “এই মুহূর্তে বিশ্বের সেরা রিস্ট স্পিনার কুলদীপ। আইপিএল এবং আন্তর্জাতিক ক্রিকেটে ও যেভাবে বল করছে, সেটাই ওর শ্রেষ্ঠত্বের প্রমাণ।“ এরপর তিনি বলেন, “কুলদীপের সঙ্গে বোলিং সব সময় উপভোগ করি। আমাদের মধ্যে একটা সুন্দর বোঝাপড়া রয়েছে। মাঠের ভিতরে এবং বাইরেও। আমরা দু’জনে একই মানসিকতা নিয়ে বল করি। তাই ব্যাপারটা খুব উপভোগ্য হয়।“

আরও পড়ুন-কেন সোশ্যাল মিডিয়ায় নেই চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের মুহুর্ত, মুখ খুললেন বিরাট
–

–

–

–

–

–

–

–