Tuesday, August 12, 2025

কলম্বোর যমজ ৬২ তলা টাওয়ার সামালাতে রেকর্ড দামে বিক্রি শপিং মল সাউথ সিটি!

Date:

Share post:

রেকর্ড দামে বিক্রি হচ্ছে পূর্ব ভারতের সর্ববৃহৎ, দেশের দ্বিতীয় বৃহত্তম শপিং মল সাউথ সিটি। বিশ্ববিখ্যাত মার্কিন বিনিয়োগকারী সংস্থা ব্ল‍্যাকস্টোনের সঙ্গে বিক্রির সর্বোচ্চ দর ও নানা শর্ত নিয়ে গত কয়েক মাস ধরে আলোচনা করেছেন সাউথ সিটির ছয় মালিকের কনসর্টিয়াম। জানা গিয়েছে, ব্ল‍্যাকস্টোন ৩,৫০০ কোটির কিছু বেশি টাকা দর দিয়েছে। শপিং মল ছাড়াও এই লেনদেনের তালিকায় রয়েছে পিছনের সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুল, কলম্বোর সর্বোচ্চ যমজ ৬২ তলা টাওয়ারও।

সাউথ সিটির এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, দ্বিপাক্ষিক আলোচনা চূড়ান্ত স্তরে রয়েছে। মার্কিন সংস্থার শীর্ষ কর্তারাও সরেজমিনে সব দেখে গিয়েছেন।এখন সম্পত্তিগুলির নথি পরীক্ষার পাশাপাশি আইনি দিক খতিয়ে দেখা হচ্ছে। ২/৩ সপ্তাহের দ্বিপাক্ষিক চুক্তি সম্পূর্ণ হয়ে যাবে। নতুন আর্থিক বছরের শুরুতে ১ এপ্রিল থেকেই দায়িত্ব নিতে পারে ব্ল্যাকস্টোন।

উল্লেখ্য, সাউথ সিটি মল তৈরি হয় প্রখ্যাত ইমামি গ্রুপ, মার্লিন গ্রুপ, প্রদীপ সুরেখা গ্রুপ, শ্রাচি গ্রুপ, যুগলকিশোর খেতাওয়াদ ও রাজেন্দ্র কুমার বাচাওয়াতের মতো কলকাতার প্রথম সারির ছয়টি রিয়েল এস্টেট সংস্থার কনসর্টিয়ামের মাধ্যমে। ছয় ডিরেক্টরের তরফে যুগল খেতাওয়াদ শপিং মলটি দেখাশোনা করেন।জানা গিয়েছে, ২০০৮ সালে উষা কোম্পানির জমিতে কলকাতায় শপিং মল চালুর পরে কলম্বোতে সমুদ্রতীরে দুটি ৬২ তলা টাওয়ার তৈরিতে হাত দেয় সাউথ সিটির কনসর্টিয়াম। শ্রীলঙ্কার অংশে অংশীদার ছিলেন ওই দেশের এক শীর্ষ প্রভাবশালী ব্যক্তিত্ব, বর্তমানে তিনি দেশছাড়া। দ্বীপরাষ্ট্রের সর্বোচ্চ দুই বহুতলের সমস্ত ফ্ল্যাটই ছিল আধুনিক জীবনের বিলাসিতায় মোড়া স্টুডিও অ্যাপার্টমেন্ট। কিন্তু কোভিডের সময় টানা দু’বছর বন্ধ থাকা ও সমুদ্রের লবণাক্ত জলের হাওয়ায় প্রতিটি ফ্ল্যাটের আসবাব ও পরিকাঠামো নষ্ট হয়ে যায়। প্রশ্ন উঠেছে, মার্কিন সংস্থার হাতে গেলে বর্তমানে মলের বিভিন্ন শোরুম ও সংস্থায় কর্মরত প্রায় সাড়ে চার হাজার কর্মীর উপর কোনও প্রভাব পড়বে না তো?

মার্কিন বিনিয়োগকারী সংস্থা ব্ল‍্যাকস্টোন গত কয়েক বছরে ভারতের বিভিন্ন শহরে ২৯ টি নামী শপিং মল কিনেছে। কিছুদিন আগেই ভুবনেশ্বরের ফোরাম কিনেছে এই বহুজাতিক সংস্থা। ভারতে অফিস স্পেস-মল ও হোটেল শিল্পে ব্ল‍্যাকস্টোন ইতিমধ্যেই ১.৭ লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগ করেছে। অন্যদিকে বাণিজিক দিক থেকে সাউথ সিটি দেশের অন্যতম লাভজনক শপিং মলগুলির মধ্যে অন্যতম। বার্ষিক ১৮০০ কোটি টাকারও বেশি লেনদেন হয় প্রিন্স আনোয়ার শা রোডের এই মলে। ১২.৫ লক্ষ বর্গফুটের শপিং মলে ব্যবসার জন্য প্রায় ৬.৫ লাখ বর্গফুট জায়গা রয়েছে। সপ্তাহের অন্যান্য দিন প্রায় ৩০,০০০-৪০,০০০ মানুষ এবং শনি ও রবিবার এই মলে আসেন ৭৫,০০০ থেকে ১.৫ লাখ মানুষ। মাসে অন্তত ১৬ লাখ মানুষ আসেন এই শপিং মলে। দেশের সেই জনপ্রিয়তম শপিং মলই অধিগ্রহণ করতে চলেছে ব্ল‍্যাকস্টোন।

 

spot_img

Related articles

ভুয়ো থানার নেপথ্যে বিভাস অধিকারীর পুরনো রাজনৈতিক যোগের অভিযোগ

ভুয়ো থানা, জাল পুলিশ পরিচয়—বিভাস অধিকারীর কাণ্ড ইতিমধ্যেই জনমানসে রীতিমতো বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। কিন্তু শুধু প্রতারণা...

শ্রীলঙ্কার মন্ত্রী ও শীর্ষ অর্থনৈতিক বিশিষ্টদের সঙ্গে নৈশভোজ-আলোচনা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের 

বাংলা শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের আয়োজিত এক বিশেষ নৈশভোজে হাজির হলেন শ্রীলঙ্কার তিন শীর্ষ অর্থনৈতিক নীতি-নির্ধারক। তারা হলেন শ্রম...

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...

পুলিশের উপর বিরোধীদের হামলা-কুকথা: মঙ্গলবার পথে নামছে পুলিশ পরিবার

আন্দোলনের নামে কলকাতা শহর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা আর সেটার রুখতে গিয়ে বারবার আক্রমণের শিকার পুলিশ...