Tuesday, November 11, 2025

বাংলার মাটি সম্প্রীতির মাটি: ফুরফুরা শরিফে শান্তি-ঐক্যের বার্তা বাংলার মুখ্যমন্ত্রীর

Date:

বরাবরই সর্বধর্ম সমন্বয়ে জোর দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, ফুরফরা শরিফে গিয়ে ইফতারে অংশ নেন তিনি। একই সঙ্গে বিরোধীদের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সমালোচনার কড়া জবাব দেন মমতা। বলেন, “আমি যখন কাশী বিশ্বনাথের মন্দিরে যাই, বড়দিন মধ্যরাতের ক্যারোলে অংশ নিই, দুর্গাপুজোতে যাই, কালীপুজো করি তখন তো কেউ এই প্রশ্ন তোলেন না। তাহলে ইফতারে যোগ দিলে প্রশ্ন উঠছে কেন?” এ দিন রাজ্যে সম্প্রীতি, শান্তি, ঐক্যে বার্তা দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, হুগলিতে একটি পলিটেকনিক কলেজ এবং ১০০ বেডের একটি হাসপাতাল আবু বকরের নামে হবে বলে ঘোষণা করেন তিনি।

বিরোধীদের রাজ্যনৈতিক প্রতিহিংসামূলক মন্তব্যের সমালোচনা করে মমতা (Mamata Banerjee) বলেন, “মনে রাখবেন আমি যেমন খ্রিশ্চানদের অনুষ্ঠানে যাই তেমনই ঈদ মুবারকেরও যাই। ইফতার নিজে করি, পাঞ্জাবিদের গুরুদোয়ারেও যাই, প্রতিটি ধর্মের অনুষ্ঠানেই আমি যাই। কারণ, আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি। তাই যেমন দোলের শুভেচ্ছা জানিয়েছি তেমনই রমজানে সকলের দোয়া প্রার্থনা করেছি।”

OBC সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য রাজ্যে নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। ঘোষণা করেন, পরিকাঠামো তৈরি করেই হুগলিতে (Hoogli) একটি পলিটেকনিক কলেজ এবং ১০০ বেডের একটি হাসপাতাল আবু বকরের নামে হবে বলে আশ্বাস দেন তিনি।

প্রথমবার ২০১২ ও দ্বিতীয়বার ২০১৬ সালে ফুরফুরায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এ দিন ৫টা ১০ মিনিটে নাগাদ সেখানে যান মুখ্যমন্ত্রী। ইফতারে যোগ দেন। বলেন, “আমি খ্রিষ্টানদের অনুষ্ঠানেও যাই, ইদ মোবারকেও যাই, নিজে ইফতার করি, পাঞ্জাবিদের গুরুদ্বারে যাই, গুজরাটিদের ডান্ডিয়া নাচেও যাই…। আমি মনে করি, বাংলার মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। সকলের হয়ে আজ দোয়া করলাম।“
আরও খবরফলতায় সেবাশ্রয় শিবির পরিদর্শনে অভিষেক

ফুরফুরার পীরজাদারাও মুখ্যমন্ত্রীর সম্প্রীতির বার্তার প্রশংসা করেন, “এখানে হিন্দু মসুলমান সকলে একসঙ্গে বসবাস করি। কিছু অশুভশক্তি আমাদের এই ভালবাসার মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে। এদিকে মুখ্যমন্ত্রী বিশেষ ভাবে নজর রেখেছেন।”

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version