Sunday, November 9, 2025

দ্রুত শুরু হবে নিউ মার্কেট সংস্কারের কাজ: বিধানসভার প্রশ্নোত্তর পর্বে জানালেন ফিরহাদ

Date:

কলকাতার শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী নিউ মার্কেট সংস্কারের কাজ দ্রুত শুরু হবে। সোমবার, বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে তৃণমূল বিধায়ক অপূর্ব সরকারের প্রশ্নের জবাবে জানালেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি জানান, ২০২৩ সালেই নিউ মার্কেট (New Market) সংস্কার ও পরিকাঠামো উন্নয়নের জন্য ২৬ কোটি ১৮ লক্ষ টাকার বেশি বরাদ্দ করা হয়েছে। এবিষয়ে পরামর্শ দেওয়ার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিযুক্ত করা হয়েছে। কনসালটেশন ফিজ হিসেবে তাদের ৬৪ লক্ষ ২৮ হাজার টাকার বেশি ইতিমধ্যেই  মিটিয়ে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা চূড়ান্ত পরিকল্পনা দিলেই তা রূপায়ণের কাজ শুরু হবে বলে জানান পুরমন্ত্রী। অন্যদিকে নিউ মার্কেটের দীর্ঘদিনের হকার সমস্যা মেটাতেও সরকার পদক্ষেপ করছে বলে জানান তিনি।

পুরসভা সূত্রে খবর, নিউ মার্কেটের (New Market) অন্যতম আকর্ষণ ক্লক টাওয়ারটি এই সংস্কার প্রকল্পের আওতায় কী ভাবে মেরামত করা যায়, তা খতিয়ে দেখবে বিশেষজ্ঞ দল। পাশাপাশি ভবনের স্থায়িত্ব আরও বৃদ্ধি করতে মাটির নীচে চারপাশে ২.৯ কিলোমিটার দীর্ঘ টাই বিম বসানোরও সুপারিশ করেছেন যাদবপুরের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারেরা। এর ফলে ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগেও ভবনটি নিরাপদ থাকবে বলে অনুমান করা হচ্ছে। ভারতের ভূমিকম্পপ্রবণ শহর হিসেবে কলকাতার নাম অনেকটা উপরের দিকে উঠে এসেছে। সেই দিক থেকে নিউ মার্কেটের মতো পুরোনো নির্মাণের ক্ষেত্রে ভূমিকম্পে ক্ষতির সম্ভাবনাও বেশি। তাই টাইবিম ও সিসমিক ওয়াল নির্মাণ করে নিউ মার্কেট সংস্কারের পরিকল্পনা করা হচ্ছে। এই কাজ ধাপে ধাপে হবে। যখন যে অংশে কাজ করা হবে, সেই সময়ে ওই অংশের দোকানদারদের নিউ মার্কেট লাগোয়া জায়গাতেই বিকিকিনির ব্যবস্থা করে দেওয়া হবে।
আরও খবররাজ্যে কোনও বেআইনি দখলদারি বরদাস্ত করা হবে না: ফিরহাদ হাকিম

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version