Sunday, May 4, 2025

অক্সফোর্ড-সহ ব্রিটেনের ৩ শিক্ষা প্রতিষ্ঠানে বাংলার উন্নয়নের কথা শোনাবেন মুখ্যমন্ত্রী

Date:

শুধু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ই নয় আরও শিক্ষা প্রতিষ্ঠানেও ভাষণ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে (Mamata Banerjee)। সেখানে গিয়ে বাংলার উন্নয়নের কথা শোনাবেন মুখ্যমন্ত্রী। বাংলার মুখ্যমন্ত্রী ২৭ মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে বক্তব্য রাখবেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পর লন্ডনের (London) আরও কিছু ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আমন্ত্রণ জানিয়েছেন তাঁকে। ব্রিটেনের কুইন মেরি ইউনিভার্সিটি এবং লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের তরফেও আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে লন্ডন যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী। সব ঠিক থাকলে ২৪-২৬ মার্চের মধ্যে সেখানে বাংলার মহিলা উন্নয়ন নিয়ে তিনি বক্তৃতা দেবেন। তুলে ধরবেন বাংলার নারী উন্নয়নের কথা। বাংলার সরকার কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো যেসব প্রকল্প নিয়েছে, তা গোটা বিশ্বের কাছে দৃষ্টান্তস্বরূপ তুলে ধরবেন মুখ্যমন্ত্রী। শোনাবেন নিজের জীবন-সংঘর্ষের কাহিনিও। বিশ্বমঞ্চে তাঁর সেই কাহিনি অনুপ্রেরণা জোগাবে বলেই আমন্ত্রণের পর আমন্ত্রণ আসছে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কাছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কেলগ কলেজের পর পর কুইন মেরি ইউনিভার্সিটি অফ লন্ডন ও লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ জানিয়ে নবান্নে (Nabanna) চিঠি এসেছে। ২১ মার্চ ব্রিটেন যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ঠাসা কর্মসূচির মধ্যে নতুন করে কোথায় তিনি বক্তৃতা দেবেন, তা এখনও সুস্পষ্ট নয়।
আরও খবর: বিষ্ণুপুর-সাতগাছিয়ার মেগা ক্যাম্পে সারপ্রাইজ ভিজিট অভিষেকের

কুইন মেরি ইউনিভার্সিটি অফ লন্ডনের প্রায় পঁয়ষট্টি শতাংশ পড়ুয়া কৃষ্ণাঙ্গ, এশীয় এবং সমাজের অনগ্রসর সম্প্রদায়ের। উচ্চশিক্ষার জন্য অদম্য লড়াই চালাচ্ছেন তাঁরা। তাই তাঁদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন কাহিনি আর লড়াই-এর কথা তুলে ধরতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমন্ত্রণ জানিয়েছেন। বাংলার মুখ্যমন্ত্রী অদম্য জেদ, আত্মবিশ্বাস আর জীবনী শক্তির মাধ্যমে বাংলাকে উন্নীত করেছেন, পশ্চিমবঙ্গের মহিলাদের স্বনির্ভরতাকে বিশ্ববন্দিত করে তুলতে পেরেছেন, তা পড়ুয়াদের জানা দরকার বলে মনে করে লন্ডনের বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ।

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version