Wednesday, May 21, 2025

বিতর্কিত মন্তব্যের জন্য হুমায়ুনকে চূড়ান্ত সতর্ক করল শৃঙ্খলারক্ষা কমিটি, মানতে হবে ৩ শর্ত

Date:

Share post:

বিতর্কিত মন্তব্যের জন্য মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে (Humayun Kabir) চূড়ান্ত সতর্ক করল তৃণমূলের (TMC) পরিষদীয় শৃঙ্খলারক্ষা কমিটি। মঙ্গলবার তাঁকে ডেকে পাঠায় শৃঙ্খলারক্ষা কমিটি। এদিন কমিটির সামনে হাজির হয়ে নিজের মন্তব্যের ব্যাখ্যা দেন হুমায়ুন। কমিটির আহ্বায়ক তথা পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, দলের শৃঙ্খলা এবং নীতি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে হুমায়ুন কবীরকে। মানতে হবে তিন শর্ত।

বারবার বেলাগাম মন্তব্য করায় ভরতপুরের বিধায়কের উপরে ক্ষুব্ধ তৃণমূলের (TMC) শীর্ষ নেতৃত্ব। বিরোধী দলনেতার সংখ্যালঘু-বিরোধী মন্তব্যের প্রতিবাদ করতে গিয়ে হুমায়ুন বলেন, “আমার কাছে আগে আমার জাতি, তার পর দল। আমার জাতিকে আক্রমণ করলে আমি চুপ থাকব না।“ এই মন্তব্য দল অনুমোদন করেনি। গত বৃহস্পতিবার, তাঁকে শোকজ করেন বিধানসভায় পরিষদীয় মন্ত্রী তথা বিধানসভার তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায় (Shobhandev Chatterjee)। শনিবার সেই চিঠির জবাব দেন হুমায়ুন। কারণ, ব্যাখ্যা করলেও নিজের বক্তব্যের জন্য ক্ষমা চাননি তিনি। সোমবার সেই জবাব নিয়ে বৈঠকে বসেন শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও চন্দ্রিমা ভট্টাচার্য-সহ শৃঙ্খলারক্ষা কমিটির সদস্যরা। কেউই হুময়ায়ুনের জবাবে সন্তুষ্ট হননি। বৈঠকের পর শোভনদেব জানান, “সব রাজনৈতিক দলের কিছু মতাদর্শ আছে। হুমায়ুন এমন কিছু বারবার বলছে যা দলের আদর্শের পরিপন্থী। ও যা বলেছে সেটা ওর ব্যক্তিগত বিষয়। কিন্তু একজন বিধায়ক হয়ে একথা বলতে পারে না। ও শোকজের জবাবে যা বলেছে তা সন্তোষজনক নয়। হুমায়ুনকে মঙ্গলবার ডেকে পাঠানো হয়েছে।”
আরও খবরতিন মাসে নতুন করে ওবিসি সমীক্ষা: রাজ্যের প্রস্তাবে সম্মতি সুপ্রিম কোর্টের

সেই মতো এদিন হাজির হন হুমায়ুন (Humayun Kabir)। নিজের কথার ব্যাখ্যা দেন। বেরিয়ে সংবাদ মাধ্যেমের সামনে বিস্তারিত জানাতে না চাইলেও, বলেন আলোচনা ভালো হয়েছে। তাঁর কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। তাঁকে পরামর্শও দেওয়া হয়েছে। শোভনদেব চট্টোপাধ্যায় (Shobhandev Chatterjee) জানান, সংবিধান বহির্ভূত এবং দল অস্বস্তিতে পড়ে এমন কোনও মন্তব্য থেকে ভবিষ্যতে তাঁকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সাংবিধানিক পদে থেকে কোনও সাম্প্রদায়িক মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। কোনও বক্তব্য থাকলে তা দলের অন্দরেই জানাতে হবে। দলের বেঁধে যাওয়া এই তিন শর্ত মেনে চলবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন হুমায়ুন।

spot_img

Related articles

বুধে উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, উত্তরবঙ্গ উন্নয়নে জোর রাজ্যের

বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর তিন দিনের উত্তরবঙ্গ সফরের শেষ দিনে উত্তরকন্যায় একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে অংশগ্রহণ করবেন।...

IPL-এর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সম্মেলনের প্রচার SFI-এর! কী বলছেন সৃজন

CPIM-এর মতো বাম ছাত্র সংগঠনগুলির সমর্থনও কি তলানিতে? না হলে কেন সর্বভারতীয় সম্মেলনে লোক টানতে আইপিএলকে কাজে লাগিয়েছে...

মামলা যাঁদের, আন্দোলনে উস্কানিও তাঁদের: বাম দ্বিচারিতার পর্দাফাঁস কুণালের

চাকরিহারা শিক্ষকদের নিয়ে দুমুখো রাজনীতি বামপন্থী নেতাদের। একদিকে চাকরিপ্রার্থীদের আন্দোলন মঞ্চে গিয়ে সহানুভূতি দেখানো, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

১৩১ পরিবার পেল মাথার ছাদ! বন্যাদুর্গত মানুষদের জন্য ‘তিস্তাপল্লি’ উপহার মুখ্যমন্ত্রীর

তিস্তা নদীর ভাঙনে সর্বস্ব হারিয়েছিল মেজুয়া ও লালডং চুমুকডালি গ্রামের ১৩১ জন মানুষ। আশ্রয়হীন হয়ে পড়েছিলেন তাঁরা। এবার...