Thursday, November 13, 2025

বিতর্কিত মন্তব্যের জন্য হুমায়ুনকে চূড়ান্ত সতর্ক করল শৃঙ্খলারক্ষা কমিটি, মানতে হবে ৩ শর্ত

Date:

বিতর্কিত মন্তব্যের জন্য মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে (Humayun Kabir) চূড়ান্ত সতর্ক করল তৃণমূলের (TMC) পরিষদীয় শৃঙ্খলারক্ষা কমিটি। মঙ্গলবার তাঁকে ডেকে পাঠায় শৃঙ্খলারক্ষা কমিটি। এদিন কমিটির সামনে হাজির হয়ে নিজের মন্তব্যের ব্যাখ্যা দেন হুমায়ুন। কমিটির আহ্বায়ক তথা পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, দলের শৃঙ্খলা এবং নীতি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে হুমায়ুন কবীরকে। মানতে হবে তিন শর্ত।

বারবার বেলাগাম মন্তব্য করায় ভরতপুরের বিধায়কের উপরে ক্ষুব্ধ তৃণমূলের (TMC) শীর্ষ নেতৃত্ব। বিরোধী দলনেতার সংখ্যালঘু-বিরোধী মন্তব্যের প্রতিবাদ করতে গিয়ে হুমায়ুন বলেন, “আমার কাছে আগে আমার জাতি, তার পর দল। আমার জাতিকে আক্রমণ করলে আমি চুপ থাকব না।“ এই মন্তব্য দল অনুমোদন করেনি। গত বৃহস্পতিবার, তাঁকে শোকজ করেন বিধানসভায় পরিষদীয় মন্ত্রী তথা বিধানসভার তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায় (Shobhandev Chatterjee)। শনিবার সেই চিঠির জবাব দেন হুমায়ুন। কারণ, ব্যাখ্যা করলেও নিজের বক্তব্যের জন্য ক্ষমা চাননি তিনি। সোমবার সেই জবাব নিয়ে বৈঠকে বসেন শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও চন্দ্রিমা ভট্টাচার্য-সহ শৃঙ্খলারক্ষা কমিটির সদস্যরা। কেউই হুময়ায়ুনের জবাবে সন্তুষ্ট হননি। বৈঠকের পর শোভনদেব জানান, “সব রাজনৈতিক দলের কিছু মতাদর্শ আছে। হুমায়ুন এমন কিছু বারবার বলছে যা দলের আদর্শের পরিপন্থী। ও যা বলেছে সেটা ওর ব্যক্তিগত বিষয়। কিন্তু একজন বিধায়ক হয়ে একথা বলতে পারে না। ও শোকজের জবাবে যা বলেছে তা সন্তোষজনক নয়। হুমায়ুনকে মঙ্গলবার ডেকে পাঠানো হয়েছে।”
আরও খবরতিন মাসে নতুন করে ওবিসি সমীক্ষা: রাজ্যের প্রস্তাবে সম্মতি সুপ্রিম কোর্টের

সেই মতো এদিন হাজির হন হুমায়ুন (Humayun Kabir)। নিজের কথার ব্যাখ্যা দেন। বেরিয়ে সংবাদ মাধ্যেমের সামনে বিস্তারিত জানাতে না চাইলেও, বলেন আলোচনা ভালো হয়েছে। তাঁর কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। তাঁকে পরামর্শও দেওয়া হয়েছে। শোভনদেব চট্টোপাধ্যায় (Shobhandev Chatterjee) জানান, সংবিধান বহির্ভূত এবং দল অস্বস্তিতে পড়ে এমন কোনও মন্তব্য থেকে ভবিষ্যতে তাঁকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সাংবিধানিক পদে থেকে কোনও সাম্প্রদায়িক মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। কোনও বক্তব্য থাকলে তা দলের অন্দরেই জানাতে হবে। দলের বেঁধে যাওয়া এই তিন শর্ত মেনে চলবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন হুমায়ুন।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version