Tuesday, August 26, 2025

কেন্দ্রের আগেই রূপান্তরকামীদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য, বিধানসভায় জানালেন মন্ত্রী শশী পাঁজা 

Date:

কেন্দ্রীয় সরকারের আইন আনার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার রূপান্তরকামীদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা মঙ্গলবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার সুনিশ্চিত করার জন্য নানা কার্যক্রম চালু হয়েছে।

মন্ত্রীর মতে, তৃতীয় লিঙ্গের মানুষদের পেনশন বা আর্থিক সুবিধার চেয়ে তাঁদের সবচেয়ে বেশি প্রয়োজন সম্মান। রাজ্য সরকার তাদের এই সম্মান প্রদানের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, যার মধ্যে সচেতনতা বাড়ানো অন্যতম। এর উদাহরণ হিসেবে তিনি রূপান্তরকামী মানবী বন্দ্যোপাধ্যায়ের কথা উল্লেখ করেন, যিনি একটি কলেজের অধ্যক্ষ হিসেবে কাজ করছেন।

২০১৩ সালে সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্য সরকার তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার রক্ষায় প্রথম পদক্ষেপ গ্রহণ করে। পশ্চিমবঙ্গে তাদের জন্য একটি উন্নয়ন পর্ষদও গঠন করা হয়। এছাড়া, তৃতীয় লিঙ্গের মানুষের জন্য ভোটার কার্ডের আবেদন পত্রে আলাদা কলাম সংযোজনের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানায় তৃণমূল কংগ্রেস। কোভিডের সময় তৃতীয় লিঙ্গের মানুষের জন্য আলাদা টিকাকরণ শিবিরও আয়োজন করা হয়। শশী পাঁজা আরও জানান, রাজ্য সরকার তৃতীয় লিঙ্গের পরিচয়পত্র দেওয়ার প্রক্রিয়া সহজ করেছে। এখন, কোন প্রকার পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন ছাড়াই জেলাশাসকের কাছে আবেদন জানালেই তৃতীয় লিঙ্গের মানুষরা তাদের পরিচয়পত্র পাবেন। সেল্ফ ডিক্লারেশন বা স্ব-ঘোষণা দিয়েই তারা নিজেদের তৃতীয় লিঙ্গ হিসেবে পরিচয় দাবি করতে পারবেন। এমন উদ্যোগের মাধ্যমে রাজ্য সরকার তৃতীয় লিঙ্গের মানুষের সামাজিক স্বীকৃতি ও তাদের অধিকার বৃদ্ধির জন্য সচেতনতা সৃষ্টি করতে চায়।

আরও পড়ুন- যাদবপুরকাণ্ড: গ্রেফতার আরও এক ছাত্র! বিক্ষোভ পড়ুয়াদের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

জনপ্রিয় ওটিটিতেই আসছে ধূমকেতু: বলে ফেললেন প্রযোজক মহেন্দ্র

হৈ হৈ করে হলে গিয়ে ধূমকেতু যারা দেখে ফেলেছেন তাঁরা অনেকেই চাইছেন ফের দেশুর ঝলক দর্শনের। তাঁদের জন্য...

ব্রাজিল দলে ফের ব্রাত্য নেইমার, জায়গা হল না ভিনিসিয়াসের

২০২২ সালের ৯ ডিসেম্বর কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে শেষবার ব্রাজিলের(brazil) জার্সিতে ম্যাচ খেলেছিলেন নেইমার(neymar)।  আরও একটা...

যশের সঙ্গে আর নয়, ছেলেকে নিয়ে আলাদা নুসরত!

'অর্ডার ছাড়া বর্ডার ক্রস' না করার ওয়ারনিং দিয়ে আপাতত চর্চার শিরোনামে রক্তবীজ টু-এর (Raktabeej 2) আইটেম ডান্স গার্ল।...

পরকীয়ার পরিণতি,কর্নাটকে হোটেলে প্রেমিকার মুখে বোমা ভরে খুন!

কর্নাটকের মাইসুরুর কাছে একটি গ্রামে বিবাহিত মহিলার মুখে বিস্ফোরক পাউডার ভরে খুন করল প্রেমিক।অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে কর্নাটক...
Exit mobile version