আমাকে ছাড়া ‘প্ল্যানিং’ করবেন না: পৃথিবী ছোঁয়ার আগে উত্তেজিত সুনিতার বার্তা

বার্তায় সুনিতা (Sunita Williams) জানিয়েছেন, অল্প সময়ের মধ্যেই আমরা ফিরে আসছি, তাই আমাকে ছাড়া কোনো পরিকল্পনা করবেন না

বরাবরই নিজের মহাকাশে অবস্থান নিয়ে তাঁকে উত্তেজিত দেখা গিয়েছে। পৃথিবীর মানুষ তাঁদের ফেরা নিয়ে যে পরিমাণ দুশ্চিন্তা করেছেন, তত তাঁদের বার্তা দিয়ে নিশ্চিন্ত করার চেষ্টা করেছেন সুনিতা উইলিয়ামস (Sunita Williams)। আর এবার পৃথিবীতে ফেরার পালা। তার আগেই সুনিতা পৃথিবীর মানুষের উদ্দেশে যে বার্তা দিলেন তাতে স্পষ্ট তিনি কতটা উদগ্রিব হয়ে ছিলেন ফেরার জন্য। জানালেন, পরবর্তী সব পরিকল্পনা যেন তাঁকে নিয়েই করা হয়।

আন্তর্জাতিক স্পেস স্টেশন (international space station) থেকে পৃথিবীর দিকে রওনা দেওয়ার আগেই বার্তা দিয়েছেন সুনিতা উইলিয়ামস (Sunita Williams) ও বুচ উইলমোর (Butch Wilmore)। সেই বার্তায় সুনিতা (Sunita Williams) জানিয়েছেন, অল্প সময়ের মধ্যেই আমরা ফিরে আসছি, তাই আমাকে ছাড়া কোনো পরিকল্পনা করবেন না। বেশি সময় পেরানোর আগেই আমরা পৌঁছে যাব। আর এই বার্তা দিতে গিয়ে তাঁর মুখের চওড়া হাসি দেখেই স্পষ্ট, পৃথিবীতে ফিরতে তিনি কতটা উদগ্রীব ও উত্তেজিত।

সুনিতার পাশাপাশি রওনা দেওয়ার আগে বার্তা দিয়েছেন বুচ উইলমোরও (Butch Wilmore)। তিনি ধন্যবাদ জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এবং এলন মাস্ককে (Elon Musk)। তাদের প্রতি সম্মান এবং শ্রদ্ধার বার্তা দিয়েছেন বুচ। সেইসঙ্গে আমেরিকাকে স্পেসফ্লাইট এবং অন্যান্য সব ক্ষেত্রে যে পর্যায়ে নিয়ে গিয়েছেন ট্রাম্প ও মাস্ক, তার জন্য সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।