Friday, November 14, 2025

তিন মাসে নতুন করে ওবিসি সমীক্ষা: রাজ্যের প্রস্তাবে সম্মতি সুপ্রিম কোর্টের

Date:

ওবিসি সংরক্ষণ (OBC reservation) নিয়ে রাজ্যের প্রস্তাবে সম্মতি সুপ্রিম কোর্টের (Supreme Court)। তিন মাসের মধ্যে নতুন করে সমীক্ষা (examination) করে প্রকাশিত হবে নতুন ওবিসি তালিকা। রাজ্যের দেওয়া এই প্রস্তাবেই সম্মতি দিয়ে আদালতের পর্যবেক্ষণ, এই পদ্ধতি অবলম্বণ হলে কোনও পক্ষেরই আর কোন বিরোধিতা থাকবে না। জুলাই মাসে এই মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারিত হবে।

রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের (Backward Classes Welfare Department) পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছিল, ওবিসি সংরক্ষণ নিয়ে যে প্রশ্ন উঠেছে, তার জন্য নতুন করে সমীক্ষা করেই ফের স্পষ্ট করে দেওয়া হবে আদতে রাজ্যের নির্দিষ্ট করে দেওয়া ওবিসি সম্প্রদায়গুলি মান্যতা পাওয়ার যোগ্য। ৭৭ টি ওবিসি সম্প্রদায়ের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) যে মামলা দায়ের হয়েছিল, সেই মামলায় ৭৭ টি সম্প্রদায়কেই তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য।

সেই মামলায় রাজ্যের পক্ষে আইনজীবী কপিল সিব্বল আদালতে জানান, নির্ধারণ করা হয়েছে নতুন করে সমীক্ষা হবে কারা অনগ্রসর শ্রেণীভুক্ত (OBC) হওয়ার যোগ্য। এই সমীক্ষা (examination) তিন মাসের সম্পন্ন হবে। ফলে এই মামলা তিন মাস পরে ফের আদালতে উঠতে পারে। আইনজীবীর সওয়ানে বিচারপতি বি আর গভাই এবং বিচারপতি এজি মাসি-র ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, যদি সম্পূর্ণ সমীক্ষা নতুন করে হয় এবং তারপরে সুস্পষ্ট সংরক্ষণ (reservation) প্রদান করা হয়, তাহলে কারো কোন অভিযোগ থাকবে না এই সংরক্ষণ অনৈতিক বলে। আইনজীবীর বক্তব্য উল্লেখ করেই আদালত তিন মাস পরে সমীক্ষার রিপোর্ট পেশের নির্দেশ দেয়।

মঙ্গলবারের শুনানিতে সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি বি আর গভাই শুনানি শেষে হালকাভাবে উল্লেখ করেন, ওবিসি সংরক্ষণ মামলা একটি গুরুত্বপূর্ণ মামলা ছিল। যা বর্তমানে যে পদ্ধতিতে এগোচ্ছে তাতে সব পক্ষেরই অধিকার সমানভাবে রক্ষিত হবে।

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version