Thursday, August 28, 2025

হিন্দু হিন্দু ভাই ভাই! বিজেপির স্লোগান তুলেই মোক্ষম খোঁচা তৃণমূলের

Date:

আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হলেও বঙ্গ রাজনীতিতে ভোটের হাওয়া লেগে গিয়েছে। দেওয়ালে দেওয়ালে বা পোস্টার (Poster) ব্যানারে ইতিমধ্যেই লড়াই শুরু শাসক-বিরোধীদের। ধর্মের তাস খেলা BJP হিন্দুত্বের ধুঁয়ো তুলতে শুরু করেছে। এর পাল্টা জবাব দিতে মাঠে নেমেছে তৃণমূলের IT সেল। শহর জুড়ে পাল্টা ব্যানার দিয়ে ধর্মের পাল্টা জনগণের জ্বলন্ত সমস্যা তুলে দিল বাংলার শাসকদল।

২৬-এর বিধানসভা নির্বাচনের আগেই কলকাতাজুড়ে তৃণমূলের ব্যতিক্রমী ব্যানার। আইটি সেলের তরফে বিধাননগর, বিকাশ ভবন, ফুলবাগান, করুণাময়ী, সিটি সেন্টার, ইউপ্রো, শ্যামবাজার, হাতিবাগান, খান্না, মানিকতলা, হেদুয়া, রাজাবাজার, গিরিশ পার্ক, সুকিয়া স্ট্রিট, গৌরীবাড়ি, কেষ্টপুর, বাগুইহাটি, কৈখালী, নাগেরবাজার, লেকটাউন- মহানগরের বিভিন্ন জায়গা বিশেষ করেন উত্তর ও পূর্ব কলকাতা ছেয়ে গিয়েছে তৃণমূলের (TMC) পোস্টারে।

গেরুয়া শিবির কোনও রকম রাখঢাক না করে দেওয়াল লেখে ‘হিন্দু হিন্দু ভাই ভাই/২০২৬ বিজেপিকে চাই’। স্লোগানকে মোক্ষম খোঁচা দিয়ে তৃণমূলের ব্যানারে লেখা হয়েছে, ‘হিন্দু হিন্দু ভাই ভাই, আধার লিঙ্কে ফাইল খাই!’ ‘হিন্দু যদি ভাই ভাই, গ্যাসে কেন ছাড় নাই?’, ‘হিন্দু হিন্দু ভাই ভাই, তবু তেলের দামে লোটা চাই?’, ‘হিন্দু হিন্দু ভাই ভাই, বাঙালি পূর্ণ মন্ত্রী নাই’। পোস্টারের নীচে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইটি ও সোশাল মিডিয়া শাখার নাম।

তৃণমূলের (TMC) আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য (Debanshu Bhattacharya) বলেন, সাধারণ মানুষ আজকে পাল্টা প্রশ্ন  করছেন, যাঁদের হিন্দু ভাই বোন বলে ওরা দাবি করছে, তাঁদেরই গ্যাস কিনতে হচ্ছে চড়া দামে। গ্যাসের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করানোর নামে হাজার টাকা করে ফাইন নিচ্ছে। একজনও পূর্ণ মন্ত্রী হিসাবে কোনও বাঙালি কেন্দ্রীয় সরকারে নেই। অথচ বাংলা অন্যান্য অনেক বিজেপি শাসিত রাজ্যের থেকে বেশি সংখ্যক সাংসদ দিয়েছিল। তাই স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলি সাধারণ হিন্দুদের তরফে উঠে আসছে। এর আগেও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ-সহ অনেকেই প্রশ্ন তুলেছিলেন, জয় শ্রীরাম বললে কি পেট্রোলপাম্পে কম দামে তেল মিলবে! জয় শ্রীরাম বাজারের সবজি সস্তা হবে!
আরও খবরপিএসসির পদক্ষেপ সঠিক, বিচারক নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ তুলল হাইকোর্ট

ধর্মীয় মেরুকরণের রাজনীতি করা বিজেপি বাংলাতে বারবারই সেই ছক কষতে চাইছে। আর বারবারই বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করেছেন। তার পরেই সেই হিন্দুত্বের ইস্যু সামনে রেখেই ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ঘুঁটি সাজাচ্ছে গেরুয়া শিবির। তবে, এবার তাদের ছকেই গেরুয়া শিবিরকে কিস্তিমাৎ করতে চাইছে শাসকদলও। এই পোস্টার তারই ইঙ্গিত।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version