Thursday, November 6, 2025

স্পেনের জাতীয় দলের হয়ে প্রথম ফুটবলার হিসেবে রোজা রেখে খেলবেন ১৭ বছরের ইয়ামাল

Date:

Share post:

রমজান মাস চলছে। অনেক মুসলিম খেলোয়াড় রোজা রেখেই খেলতে নামেন। খেলা চলাকালীন একটু বিরতি নিয়ে ছোট্ট পরিসরে ইফতার করে রোজাও ভাঙেন।লামিনে ইয়ামাল এমন একজন ফুটবলার। এই তো কদিন আগে বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে রোজা মাঠে নেমেছিলেন বার্সেলোনার এই উদীয়মান তারকা। সেদিন দলের দ্বিতীয় গোলটা তিনিই করেছিলেন, প্রথম গোলটা করিয়েছিলেন সতীর্থ রাফিনিয়াকে দিয়ে। দুই গোলের মাঝে ইফতারের সময় হলে জল খেয়ে রোজাও ভেঙেছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই ছবি দেখে অনেকেই তার প্রশংসা করেছেন।ইয়ামাল এবার স্পেন জাতীয় দলেও রোজার আবহ নিয়ে এসেছেন। জানা গিয়েছে, স্পেনের জাতীয় দলের হয়ে প্রথম ফুটবলার হিসেবে রোজা রেখে খেলবেন ১৭ বছর বয়সী এই উইঙ্গার।

উয়েফা নেশনস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বৃহস্পতিবার রাতে নেদারল্যান্ডসের মাঠে খেলবে স্পেন। নিজেদের মাঠে ফিরতি লেগ রবিবার রাতে। ম্যাচ দুটি সামনে রেখে পরশু স্পেন জাতীয় দলে যোগ দিয়েছেন ইয়ামাল। সতীর্থদের সঙ্গে অনুশীলনও করেছেন।ইয়ামালের জন্ম স্পেনে হলেও তাঁর বাবা মুনির নাসরাউয়ি একজন মরোক্কান মুসলিম। ইয়ামাল তার পৈতৃক পরিবারের সম্মানে মুসলিমদের পবিত্র মাসে রোজা পালনের সিদ্ধান্ত নিয়েছেন।গত বছরও মার্চের মাঝামাঝি সময়ে রমজান মাস শুরু হয়েছিল। সেই সময় ইয়ামাল স্পেনের হয়ে দুটি ম্যাচ খেললেও রোজা রাখেননি। তবে এবার তার মনে হয়েছে, তিনি রোজা রেখে খেলতে পারবেন।

ইয়ামাল জানিয়েছেন, রোজা রেখে খেলতে তার কোনও সমস্যা হয় না, ‘মনেই হবে না যে আপনি ক্ষুধার্ত। গুরুত্বপূর্ণ বিষয় হল শরীরকে জল শূন্যতা না রাখা। বার্সায় আমি এ বিষয় নিয়ে খুব সতর্ক ছিলাম।  নামাজ পড়ার জন্য আমি ভোর পাঁচটায় উঠি। এরপর ইলেকট্রোলাইট–জাতীয় পজল পান করি, যা সারা দিন আপনার শরীরকে পানিপূর্ণ রাখবে। যখন ইফতারের সময় হয়, আমি চিনি না খাওয়ার চেষ্টা করি। এর পরিবর্তে প্রচুর জল পান করি। তাই সবকিছুই খুব নিয়ন্ত্রণে থাকে।’

 

spot_img

Related articles

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ স্মৃতিদের, মোদীর কাছে সুন্দর ত্বকের রহস্য জানতে চাইলেন হরলীন

রাষ্ট্রপতি মুর্মুর( Droupadi Murmu) সঙ্গে দেখা করলেন বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা দলের ক্রিকেটাররা । বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে ক্রিকেটার  সঙ্গে...

ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বহরমপুরে

নাম ছিল না ২০০২ সালের ভোটার লিস্টে(Voter list) আর সেই আতঙ্কেই বৃহস্পতিবার দুপুরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন...

ফ্ল্যাট থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ, লিভ-ইন পার্টনারকে জিজ্ঞাসাবাদ

লেক থানা (Lake Police Station) এলাকায় একটি ফ্ল্যাট থেকে এক যুবকের পচাগলা ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য গোটা...

হতভম্ব পুলিশ! নয়ডার অভিজাত এলাকার নর্দমায় মহিলার মুণ্ডহীন নগ্নদেহ উদ্ধার

বৃহস্পতিবার সকালে ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল নয়ডার (Noida) এক অভিজাত এলাকা। আজ, সকালে সেক্টর ১০৮–এর নর্দমা থেকে উদ্ধার...