Wednesday, August 20, 2025

পুর নিয়োগ মামলায় অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ। ফলে জেলমুক্তির কোনও সম্ভাবনা আপাতত নেই। বুধবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ এই আর্জি খারিজ হয়। এর আগে ইডি মামলায় জামিন পেলেও CBI মামলায় আর্জি খারিজ অয়নের।

পুরসভার নিয়োগে অনিয়ম সংক্রান্ত নথি উদ্ধার হওয়ায় ২০২৩ সালে হাই কোর্টের নির্দেশ গ্রেফতার করা হয় প্রোমোটার অয়ন শীলকে (Ayan Shil)। পরবর্তীতে প্রাথমিক নিয়োগ মামলাতেও তাঁর নাম জড়ায়। ED ও CBI, উভয়ের তদন্তকারী সংস্থাই অয়নকে গ্রেফতার করে। ইতিমধ্যেই দুটি মামলায় জামিন পেয়েছেন তিনি। তবে পুর নিয়োগ মামলায় জামিন না মেলায় জেলেই থাকতে হচ্ছে তাঁকে। জামিন পেতে হাই কোর্টের দ্বারস্থ হন অয়ন।

এদিন মামলার শুনানিতে সিবিআই জানায়, “তদন্ত এখনও শেষ হয়নি।” পুরসভায় যাঁরা পাশ করতে পারেননি তাঁদের চাকরি দেওয়ার ক্ষেত্রে অয়নের (Ayan Shil) ভূমিকা রয়েছে বলে অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। হয়, ১৭ টি পুরসভা নিয়ে তদন্ত চলছে। অরও অনেকের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে বলে আদালতে জানায় সিবিআই। পাল্টা অয়নের আইনজীবী জানান, শুধুমাত্র সাউথ দমদম পুরসভা নিয়ে তদন্ত হয়েছে। বাকি ১৬টি পুরসভা শেষ না হওয়া পর্যন্ত আটকে থাকতে হবে? সওয়াল করেন তিনি। দুপক্ষের যুক্তি-পাল্টা যুক্তি শোনার পরে অয়ন শীলের জামিনের আর্জি খারিজ করে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।
আরও খবর: দাসপুরে মত্ত অবস্থায় গ্রামবাসীদের মারপিট, থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ

Related articles

সুস্পষ্ট নিম্নচাপের জেরে বৃষ্টি বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে!

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ পূর্বাভাস মতোই স্থলভাগে প্রবেশ করতেই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। যার প্রভাবে মঙ্গলবার থেকেই আবহাওয়ার পরিবর্তন...

সুখবর! ক্ষুদ্র শিল্প শ্রমিকদের জন্য বাড়ল বোনাস, চুক্তি স্বাক্ষর রাজ্যের

দুর্গাপুজোর আগে বিরাট সুখবর শোনাল রাজ্য সরকার (State Government)। রাজ্যের প্রায় দেড়শো স্পঞ্জ আয়রন, ফেরো অ্যালয় ও রোলিং...

বার্ষিক আয়-ব্যয়ের হিসেব মেলেনি! ২৩ পুরসভার বিরুদ্ধে কড়া রাজ্য

বার্ষিক আয়-ব্যয়ের হিসেব জমা না দেওয়ায় রাজ্যের ২৩ পুরসভার বিরুদ্ধে রাজ্য সরকার (State Government) কঠোর অবস্থান নিচ্ছে। পুর...

কীসের আক্রোশ গুজরাটের যুবকের? কেন মারলেন দিল্লির মুখ্যমন্ত্রীকে চড়

পশুপ্রেমী রাজেশ বেশ কিছুদিন ধরেই মানসিকভাবে অস্থির ছিলেন। গুজরাটের রাজকোট থেকে সোজা চলে আসেন দিল্লি। এরপরই বুধবার সকালে...
Exit mobile version