দাসপুরে মত্ত অবস্থায় গ্রামবাসীদের মারপিট, থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ

ফের আক্রান্ত হলো পুলিশ। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের (Daspur) সাগরপুর এলাকায় মঙ্গলবার রাতে কয়েকজন মদ্যপ অবস্থায় মারামারি করছেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। জানা যায় গ্রামে পুজো ও হরিনাম সংকীর্তনের মধ্যেই আশঙ্কা গোলমাল বাঁধলে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। কিন্তু পুলিশ সেখানে পৌঁছলে উল্টে পুলিশকে লক্ষ্য করেই ইট ছোড়ার অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে। আঘাতে মাথা ফেটে রক্তাক্ত এক পুলিশকর্মী। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায় পুলিশ যখন গ্রামে যায়, তখন এক পুলিশ কর্মীর ধাক্কায় যুবকের মাথা ফেটে যাওয়ার পরই বাসিন্দাদের একাংশ ক্ষিপ্ত হয়ে পাল্টা পুলিশের উপর হামলা চালায়। পুলিশের তরফে অবশ্য বলা হয়েছে মদ্যপদের মারামারি সামলাতে গিয়েই আক্রান্ত হতে হয়েছে তাদের। বুধের সকালেও উত্তেজনা রয়েছে এলাকায়।