রাশিয়া- ইউক্রেন যুদ্ধের বিরতি! বড় ঘোষণা হোয়াইট হাউসের

অবশেষে থামতে চলেছে রাশিয়া- ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine war)! ট্রাম্প -পুতিন (Donald Trump And Vladimir Putin) বৈঠকের পর এমনই ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউস (White House)। বিবৃতি জারি করে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট আগেই জানিয়েছিলেন যে রক্তক্ষয়ী যুদ্ধের জেরে রাশিয়া এবং ইউক্রেন দুদেশেরই অপূরণীয় ক্ষতি হয়েছে। মঙ্গলবার প্রায় দেড় ঘণ্টার টেলিফোনিক কথাবার্তায় পুতিন এই বিষয়ে সহমত প্রকাশ করেছেন বলে জানা গেছে। আপাতত পরিকাঠামো এবং শক্তি উৎপাদন কেন্দ্রগুলিতে হামলা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া (Russia)। যদিও এটা যুদ্ধ বিরতি নাকি সাময়িকভাবে পরিস্থিতির সামাল দেওয়ার চেষ্টা, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘ ফোনালাপের পর ৩০ দিনের আংশিক যুদ্ধবিরতিতে সায় দিয়েছে রাশিয়া।আগামী এক মাস পরিস্থিতি দেখে নিতে চায় মস্কো। সূত্রের খবর ফোনে আলোচনা চলাকালীন ট্রাম্প পুতিনকে বলেন, এই যুদ্ধের ফলে যে পরিমাণ প্রাকৃতিক সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে, শক্তি এবং প্রাণের অপচয় হয়েছে সেটা উদ্বেগজনক। কারণ এই শক্তিকে মানবকল্যাণের কাজে ব্যবহার করা যেত। যদিও রাশিয়া এখনই সম্পূর্ণরূপে যুদ্ধ বিরামের পথে যেতে চাইছে না। আগামী একমাস পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে পুতিনের সঙ্গে কথা বলার পরে মার্কিন প্রেসিডেন্ট এবার ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসার তোড়জোড় শুরু করেছেন বলে হোয়াইট হাউস সূত্রে খবর।