Monday, November 3, 2025

মোদির হাতে মহাকাশচারী সুনিতার ভাইয়ের রক্ত! দায়ে পড়ে দেশে ‘আমন্ত্রণ’

Date:

সফল অবতরণ সুনিতা উইলিয়ামসের (Sunita Williams)। গোটা বিশ্ব তাঁকে পৃথিবীতে ফেরার অভ্যর্থনা জানাতেই তাঁকে ভারতে আমন্ত্রণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। সেখানেই বিরোধী দলগুলির আক্রমণ ২০০৩ সালের গুজরাটের প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী হরেন পান্ড্যর (Haren Pandya) হত্যা নিয়ে। মোদিরাজ্যের প্রাক্তন মন্ত্রীর মমাতো বোন সুনিতা উইলিয়ামস, যাঁর নির্বাচনী প্রচারেও ছিলেন মহাকাশচারী বোন। সেই হরেন পাণ্ড্যর হত্যায় সরাসরি নরেন্দ্র মোদিকেই দায়ী করেছিলেন প্রাক্তন মন্ত্রীর বাবা। সুনিতার পৃথিবীতে ফেরার সময়ে সেই ইতিহাস স্মরণ করালো বিরোধীরা।

বিজেপির মন্ত্রী হলেও গুজরাটে (Gujarat) মোদির বিরুদ্ধ লবির বলেই পরিচিত ছিলেন হরেন পাণ্ড্য। ২০০৩ সালে তাঁর হত্যার পরে পরিবারের পক্ষ থেকে মোদিকে খুনে অভিযুক্ত করা হয়। উল্লেখযোগ্যভাবে, হরেন পাণ্ড্য বর্তমান মহাকাশচারী সুনিতা উইলিয়ামসের পিসতুতো ভাই এবং তাঁদের দুজনের সম্পর্ক খুব ভালো ছিল।

সুনিতা উইলিয়ামসের বাবা দীপক পাণ্ড্য মার্কিন মুলুকে পাড়ি দিলেও গুজরাটে পরিবারের সঙ্গে সুনিতার গভীর যোগাযোগ ছিল। ১৯৯৮ সালে যখন হরেন পাণ্ড্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, তখন আমেরিকা থেকে নির্বাচনী প্রচারের জন্য আসেন। যোগ দেন হরেনের বিজয় মিছিলেও। এরপর ২০০৩ সালে খুন হয়ে যান মোদিরাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী হরেন পাণ্ড্য (Haren Pandya)।

কার্যত ২০০৭ সালে যখন সুনিতা মহাকাশ থেকে ফেরেন, তখন তিনি গুজরাটে (Gujarat) এসেছিলেন। কিন্তু তৎকালীন গুজরাটের মোদি সরকার তাঁকে কোনও সম্বর্ধনা জানায়নি। সেই সময় কোনও স্বীকৃতি দেওয়া হয়নি প্রবাসী মহাকাশচারীকে। পরিবারের দাবি ছিল, হরেন হত্যাকাণ্ডে মোদির যোগ থাকাতেই সুনিতার (Sunita Williams) প্রতি কোনও সম্মান সেই সময় দেখায়নি হাতে রক্ত লেগে থাকা নরেন্দ্র মোদি।

এখন যখন গোটা বিশ্ব নয়মাস মহাকাশে কাটিয়ে আসা সুনিতাকে অভ্যর্থনা জানাচ্ছে, তখন কার্যত দায়ে পড়ে তাঁকে ভারতে আমন্ত্রণ জানাচ্ছেন মোদি (Narendra Modi), দাবি বিরোধীদের। মোদির চিঠির যদিও কোনও প্রত্যুত্তর সুনিতা দিয়েছেন কি না, তা এখনও জানা যায়নি। বিরোধীদের দাবি, সব বিষয়ে প্রচারের আলোয় থাকার প্রচেষ্টা চালানো নরেন্দ্র মোদি, সুনিতাকে ব্যবহার করে নিজের প্রচারেরই চেষ্টা চালিয়েছেন।

Related articles

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...
Exit mobile version