Thursday, July 3, 2025

শিল্প ক্ষেত্রে নয়া উৎসাহ নীতি চালু, বাম আমলের ঋণ নিয়ে উষ্মা প্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

শিল্প ক্ষেত্রের জন্য যুগোপযোগী নানা উৎসাহ নীতি চালু করছে রাজ্য সরকার। সেই কারণে বাম আমলের কিছু অপ্রাসঙ্গিক হয়ে পড়া ভারী শিল্পের (Industry) উৎসাহ নীতি সংক্রান্ত প্রকল্প প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। বুধবার বিধানসভায় (Assembly) ১৯৯৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে চালু হওয়া ভারী শিল্পের ৮টি উৎসাহ প্রকল্প প্রত্যাহার করতে একটি বিল আনা হয়। বিলের উপর আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, ২০-২৫ বছরে পরিস্থিতি অনেক বদলে গিয়েছে।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, আগে তথ্যপ্রযুক্তি নিয়ে এত চর্চা ছিল না। এখন এআই প্রযুক্তি নিয়ে নানা কাজ হচ্ছে। শিল্প ক্ষেত্রে অনেক নতুন ভাবনা, আঙ্গিক যুক্ত হয়েছে। তাই সংশ্লিষ্ট সকলের মতামত নিয়ে নতুন নীতি আনা হচ্ছে। যুগোপযোগী প্রকল্প তৈরিতে কী কী রাখা দরকার, তা নিয়ে মুখ্যসচিবের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। এক মাসের মধ্যে ওই কমিটি তাঁদের মত জানাবেন। সেই অনুযায়ী যুগোপযোগী স্কিম তৈরি করা হবে।

উষ্মা প্রকাশ করে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, পূর্বতন বাম সরকারের চাপিয়ে দেওয়া ঋণের বোঝাই শুধু নয়, অবিমৃষ্যকারী নানা নীতির ফল ভুগতে হচ্ছে বর্তমান রাজ্য সরকারকে। বলেন, বাম আমলে যত জমি অধিগ্রহণ হয়েছে তার জন্য টাকা দিতে দিতে এই সরকারের কোষাগার খালি হচ্ছে। ওরা নিজেরা নিজেদের দায়িত্ব পালন করেনি- অভিযোগ মমতার।

Related articles

কেন রুদ্ধদ্বার শুনানি? বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজের জবাব চাইল হাই কাের্ট 

ধর্ষণের অভিযোগে পুলিশি তলবে সাড়া না দিয়ে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজ। বিচারপতি জয়...

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...

আন্তর্জাতিক স্বীকৃতির লক্ষ্যে ব্ল্যাক বেঙ্গল গোট! পুরুলিয়ায় রাজ্যের বিশেষ প্রকল্প

আন্তর্জাতিক বাজারে ব্ল্যাক বেঙ্গল গোট (Black Bengal Goat)-এর স্বাদ ও গুণমানের স্বীকৃতি আদায়ের লক্ষ্যে এবার বড় পদক্ষেপ নিল...

১৭ দিনে সাতটি ধর্ষণ! বিজেপি রাজ্য ওড়িশায় গৃহবধূকে গণধর্ষণ দুই যুবকের 

ওড়িশায় ফের নারীনিগ্রহের ঘটনা। জাজপুর জেলার বৈরি থানার ভালুখাই জঙ্গলে ছাগল চরাতে গিয়ে মঙ্গলবার দুপুরে দুই দুষ্কৃতীর হাতে...
Exit mobile version