Monday, November 3, 2025

পশ্চিমবঙ্গ সঙ্গীত একাডেমির ৪৪তম প্রতিষ্ঠা দিবস উদযাপন, পুরস্কৃত হলেন সেরা প্রতিযোগীরা

Date:

প্রতি বছরই পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমি একাডেমি প্রাঙ্গণে প্রতিষ্ঠা দিবস উদযাপন করে এবং এই বছরও তার ব্যতিক্রম ছিল না। এই বিশেষ দিনে সঙ্গীত একাডেমির ৪৪তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো সানন্দে। পশ্চিমবঙ্গ সঙ্গীত একাডেমি এবং পশ্চিমবঙ্গ নৃত্য একাডেমি আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজ্যজুড়ে বিভিন্ন জায়গা থেকে আসা প্রতিযোগীরা তাঁদের সৃজনশীলতা ও দক্ষতার স্বীকৃতি পেলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তন্ময় বোস (আকাদেমির চেয়ারম্যান), প্রধান উপদেষ্টা পণ্ডিত দেবজ্যোতি বোস, পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, সৈকত মিত্র। এ বছর সংগীতের ১৩টি এবং নৃত্যের ৭টি বিষয়ে প্রায় দেড় হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ৫৯ জনকে শংসাপত্র প্রদান করা হয় এবং বিশেষ কৃতিত্ব অর্জনকারী ৫৫ জনকে সম্মানিত করা হয়।

এদিনের অনুষ্ঠানে তন্ময় বোস বলেছেন, “যাঁরা পুরস্কার পেয়েছেন তাঁদের শুভেচ্ছা, আর যাঁরা এবার পুরস্কৃত হলেন না, তাদের জন্য হতাশ হওয়ার কিছু নেই। আগামী বছর আরও ভালো প্রস্তুতি নিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন এবং পুরস্কৃত হন।” পণ্ডিত দেবজ্যোতি বোস আরও বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা ছিল, সারা বাংলার যুব শিল্পীদের খুঁজে বের করে তাঁদের জন্য সুযোগ তৈরি করা এবং তাঁদের উৎসাহিত করা যাতে তারা গান, নৃত্য বা বাদ্যযন্ত্রের মাধ্যমে নিজের পরিচিতি তৈরি করতে পারেন। পশ্চিমবঙ্গ সঙ্গীত একাডেমি এবং পশ্চিমবঙ্গ নৃত্য একাডেমি যে কাজ করছে তা প্রশংসনীয়।” অনুষ্ঠানে উপস্থিত শিল্পীরা তাঁদের বক্তব্যের মাধ্যমে আরও অনেক প্রতিযোগীকে উৎসাহিত করেছেন এবং আগামীতে এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে আরও তরুণ শিল্পীদের গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেছেন।

আরও পড়ুন- কেন্দ্রের বঞ্চনার পরেও চাপবে না অতিরিক্ত করের বোঝা! বিধানসভায় স্পষ্ট জানালেন অর্থমন্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...
Exit mobile version