Wednesday, August 27, 2025

মেদিনীপুরে জমির চরিত্র বদল করে স্কুল! আদালতে বয়ান পার্থর বেয়াইয়ের

Date:

জমির চরিত্র বদল করে কৃষিজমি হয়েছে বাস্তু জমি। বৃহস্পতিবার, ইডির বিশেষ আদালতে এই বয়ান দিলেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যের মামা। ইডির প্রাথমিক নিয়োগ মামলার বিচারপর্ব শুরু হয়েছে। বৃহস্পতিবার, ইডির বিশেষ আদালতে সাক্ষী দেন অভিযুক্ত জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে বেয়াই। আর সেখানেই তিনি জানান, মেদিনীপুরের ফলের বাগান হয়েছিল বাস্তু জমি। সেই নথিও রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে। ২৪ ও ২৫ মার্চ ফের আদালতে সাক্ষ‌্য দিতে পারেন তিনি। ২৬ মার্চ সাক্ষ‌্য দেওয়ার কথা কল‌্যাণময়ের মামার এক আত্মীয়ের।

সাক্ষ‌্য চলাকালীন উল্লেখ করা হয় যে, প্রায় ১২টি সংস্থার নামে জমির দলিল, তিনটি ব‌্যাঙ্ক অ‌্যাকাউন্টের পাসবই, সংস্থার অডিটের নথি কল‌্যাণময়ের মামার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করেছে ইডি। যে স্কুলের নাম করে টাকা তোলা হয় বলে অভিযোগ, তার জমির নথিও মিলেছে।

কল্যাণময়ের মামা এর আগে ৬ বার ইডির দফতরে গিয়ে বয়ান দেন। তিনটি জমির দলিল, একটি ফ্ল‌্যাটের দলিল, সংস্থার অডিট রিপোর্ট, বিমার শংসাপত্র দিয়ে আসেন। ইডিকে স্বেচ্ছায় বয়ান দিয়েছেন বলেও ইডির বিশেষ আদালতে জানিয়েছেন তিনি। এদিন তিনি জানান, মেদিনীপুরের ফলের বাগানকে বাস্তু জমি হিসেবে দেখানো হয়েছিল। সেই নথিও রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে। তাঁর পরিবার, পরিজনদের সম্পর্কেও তথ‌্য নেয় আদালত।

ইতিমধ্যেই এই মামলায় রাজসাক্ষী হয়েছেন পার্থর জামাই কল‌্যাণময়। অভিযুক্তর তালিকা থেকে বাদ গিয়েছে তাঁর নাম। মেদিনীপুরে পার্থ চট্টোপাধ্যায়ের স্কুলের কাছেই কল্যাণময়ের মামার বাড়ি। ২৪ ও ২৫ মার্চ ফের সাক্ষ‌্য দিতে পারেন কল‌্যাণময়ের মামা। ২৬ মার্চ সাক্ষ‌্য দেওয়ার কথা পার্থর জামাইয়ের আরেক আত্মীয়ের।

আরও পড়ুন- শেষ বিধানসভার বাজেট অধিবেশন! বিরোধী বিজেপির আচরণের সমালোচনা অধ্যক্ষ-মন্ত্রীদের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version