শনিবার ইডেনে KKR বনাম RCB ম্যাচ, সমর্থকদের জন্য রাতে চলবে অতিরিক্ত মেট্রো রেল

এদিন মেট্রোর পক্ষ থেকে জানান হয়, দক্ষিণেশ্বর-কবি সুভাষ ও গ্রিন লাইন-২ অর্থাৎ, এসপ্ল্যানেড-হাওড়া ময়দান রুটে অতিরিক্ত ট্রেন চলবে শনিবার।

হাতে আর মাত্র একদিন। তারপরই শুরু ২০২৫ আইপিএল। প্রথম ম্যাচে ঘরের মাঠ ইডেনে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে নাইটদের মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু । আর নাইটদের ম্যাচের জন্য শনিবার রাতে চলবে অতিরিক্ত মেট্রো রেল। এদিন এমনটাই জানাল মেট্রো কর্তৃপক্ষ।

এদিন মেট্রোর পক্ষ থেকে জানান হয়, দক্ষিণেশ্বর-কবি সুভাষ ও গ্রিন লাইন-২ অর্থাৎ, এসপ্ল্যানেড-হাওড়া ময়দান রুটে অতিরিক্ত ট্রেন চলবে শনিবার। অর্থ্যাৎ শনিবার ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে সাতটা থেকে। ম্যাচ শেষ হতে হতে সাড়ে এগারোটা বেজে যাবে। আর সেই কথা মাথায় রেখে রাত ১২.১৫ মিনিটে একটি করে বিশেষ মেট্রো চালানো হবে।

এসপ্ল্যানেড থেকে একটি ট্রেন যাবে দক্ষিণেশ্বর। আর একটি ট্রেন যাবে কবি সুভাষের দিকে। দু’টি ট্রেন একই সময়ে ছাড়বে। রাত ১২.৪৮ মিনিটে ট্রেন দু’টি দক্ষিণেশ্বর ও কবি সুভাষ পৌঁছবে। জানান হয়েছে, প্রতিটি স্টেশনে থামবে ট্রেন। তবে যাত্রীরা স্মার্ট কার্ড, টোকেন ও কিউআর টিকিট একমাত্র এসপ্ল্যানেড স্টেশন থেকেই কাটতে পারবেন।

২২ মার্চ প্রথম ম্যাচে নামছে কেকেআর। প্রথম ম্যাচে অজিঙ্কেভ রাহানেদের সামনে বিরাট কোহলির আরসিবি। সেই ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত দুই দল।

আরও পড়ুন- পুলিশি নিরাপত্তা কারণ, ইডেন থেকে সরতে চলেছে কলকাতা-লখনউ ম্যাচ, হতে পারে গুয়াহাটিতে