Friday, November 14, 2025

প্রাথমিক নিয়োগ নিয়ে সিবিআইয়ের মামলায় জামিন পেলেন হুগলির শান্তনু বন্দ্যোপাধ্যায়। এর আগে তিনি প্রাথমিক নিয়োগ নিয়ে ইডির মামলাতে জামিন পেয়েছিলেন।এই জামিনের পরে তার জেল মুক্তিতে কোনও বাধা থাকল না।উল্লেখ্য, প্রাথমিক নিয়োগ মামলায় ২০২৩ সালে ইডির হাতে গ্রেফতার হন শান্তনু। পরে তাকে হেফাজতে নেয় সিবিআইও। নিয়োগ মামলায় শান্তনুর নাম প্রথমে সামনে এনেছিলেন এই মামলায় আরেক অভিযুক্ত তাপস মণ্ডল।

প্রসঙ্গত, ২০০৫ সালে মোবাইলের সিম কার্ডের ব্যবসা দিয়ে কর্মজীবনে প্রবেশ করেছিলেন তিনি। তার বাবা ছিলেন বিদ্যুৎ দফতরের কর্মী। বাবার মৃত্যুর পর সেই চাকরি পেয়েছিলেন শান্তনু। এলাকায় স্বচ্ছ ভাবমূর্তি ছিল তার। কিন্তু নিয়োগ মামলার তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য পায় পুলিশ।ইতিমধ্যেই শান্তনুর কণ্ঠস্বরের নমুনাও সংগ্রহ করেছে সিবিআই। আগেও সিবিআই মামলায় জামিনের আবেদন করেছিলেন শান্তনু। পাল্টা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যুক্তি ছিল, শান্তনুর রাজনৈতিক মহলে যোগাযোগ রয়েছে এবং তিনি প্রভাবশালী। তিনি জামিন পেলে সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। যদিও শান্তনুর আইনজীবী আদালতে দাবি করেন, তার মক্কেলকে এখন আর প্রভাবশালী বলা যায় না।

শেষ পর্যন্ত বৃহস্পতিবার একাধিক শর্তসাপেক্ষে জামিন পান শান্তনু। এর আগে নিয়োগ মামলায় জামিন পেয়েছিলেন কুন্তল ঘোষ, তাপস মণ্ডল। গত ৭ মার্চ প্রাথমিক নিয়োগ মামলায় জামিন পান হুগলির প্রোমোটার অয়ন শীলও। তবে পুর নিয়োগ মামলায় তিনি এখনও জামিন না পাওয়ায় জেলেই রয়েছেন।

 

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version