Thursday, December 25, 2025

ফের রাম-বাম যোগ প্রকাশ্যে: সুবর্ণর বদলি নিয়ে সরব শুভেন্দু, ধুয়ে দিলেন কুণাল

Date:

Share post:

ফের প্রকাশ্যে রাম-বাম যোগ। আর জি কর-কাণ্ড নিয়ে শোরগোল করা ডা. সুবর্ণ গোস্বামী (Subarna Goswami) বদলি হতেই তাঁর পক্ষ নিয়ে গলা চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। রুটিন বদলি বলে জানাল স্বাস্থ্য দফতর। আর তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ জানান, রুটিন বদলি নিয়ে অযথা হাওয়া গরম করতে চাইছে বিরোধীরা।

পূর্ব বর্ধমানের ডেপুটি সিএমওএইচ পদে ছিলেন সুবর্ণ গোস্বামী (Subarna Goswami)। আর জি করের তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদ উঠেছিল রাজ্য জুড়ে। সেইসময় ঘোলা জলে মাছ ধরতে নামেন অনেকেই। চিকিৎসক হয়েও অবৈজ্ঞনিক মন্তব্য করেন অনেকে। সেই তালিকায় রয়েছেন এই সুবর্ণ গোস্বামীও। তিনি দাবি করেছিলেন, মৃতা তরুণীর গোপনাঙ্গ থেকে দেড়শো গ্রাম বীর্য উদ্ধার হয়েছিল! চিকিৎসকের সেই দাবির কোনও প্রমাণ মেলেনি সিবিআই তদন্তেও। এমনকী আদালতেও সুবর্ণ গোস্বামীর এই দাবি খারিজ হয়ে যায়।

সেই সুবর্ণকে দার্জিলিঙের টিবি হাসপাতালে হাসপাতালের সুপার পদে দ্রুত যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর তাতেই গোঁসা হয়েছে তাঁর। তাঁর অভিযোগ, “অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে বদলি করা হয়েছে। যে হাসপাতালে কোনও রোগী ভর্তি থাকেন না। কিন্তু এটা আমার অষ্টমতম বদলি। তাই, এসব নিয়ে অসুবিধা হয় না। আমি বহু জেলায় কাজ করেছি। দার্জিলিংয়েও আগে কাজের অভিজ্ঞতা রয়েছে।”

এই নিয়ে কুণাল ঘোষ (Kunal Ghosh) তীব্র আক্রমণ করে বলেন, ভিক্টিম কার্ড খেলেছেন সুবর্ণ। এটা প্রশাসনিক সিদ্ধান্ত। সিপিএম জমানায় কেউ কেউ এক জায়গা থেকে নড়েনিনি। কেউ কেউ আজীবন এসএসকেএম-এ থেকে অবসর নিয়েছেন। কটাক্ষ করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বলেন, উনি যদি হুইসেল ব্লোয়ারই হন, তাহলে পাহাড় গিয়ে হুইসেল বাজান। সারারাজ্যেই চিকিৎসকরা কাজ করছেন। কুণাল প্রশ্ন তোলেন, বদলি হলে স্বাস্থ্য ভবন অভিযান! রাস্তায় লোক ক্ষেপাতে দেখা যায় এই সুবর্ণ গোস্বামীদের। সেই সময় ছেড়ে এবার কাজ করুন।

এদিকে, রাম-বামের আঁতাঁত স্পষ্ট করে শুভেন্দু অধিকারী পাশে দাঁড়িয়েছে সুবর্ণ গোস্বামীর। তাঁর মতে, আমি সবারই বিরোধী দলনেতা! আর জি কর নিয়ে সুর চড়ানোতেই এই বদলি বলে সরব শুভেন্দু।

spot_img

Related articles

বাংলাদেশে ফের গণপিটুনিতে মৃত যুবক: গ্রেফতার নিহতেরই সঙ্গী!

চাঁদাবাজ তকমা দিয়ে ফের এক যুবককে পিটিয়ে খুনের ঘটনা বাংলাদেশে। নির্বাচনের (Bangladesh election) মাত্র দুমাস আগে এই ঘটনায়...

বড়দিনে কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড! ভস্মীভূত অন্তত ৫০টি ঝুপড়ি

বড়দিনের আনন্দ মুহূর্তে বিষাদে পরিণত হল খাস কলকাতায়। বৃহস্পতিবার বিকেলে গার্ডেনরিচের পাহাড়পুর এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল...

প্রেমে প্রত্যাখ্যান! তরুণীকে বিষ খাইয়ে খুন প্রেমিকের

প্রেমের প্রস্তাবে (love proposal) রাজি না হওয়ায় তরুণীকে বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে। মৃত...

বিরাটের খেলা দেখতে গাছে দর্শক, রোহিতের প্রণাম ভক্তের

আন্তর্জাতিক ম্যাচ হোক ঘরোয়া ক্রিকেট, বিরাট কোহলি-রোহিত শর্মার(Virat Kohli -Rohit Sharma) যেখানেই খেলবেন জনপ্রিয়তার গ্রাফ থাকবে উপরের দিকে।...