Wednesday, December 17, 2025

ফের রাম-বাম যোগ প্রকাশ্যে: সুবর্ণর বদলি নিয়ে সরব শুভেন্দু, ধুয়ে দিলেন কুণাল

Date:

Share post:

ফের প্রকাশ্যে রাম-বাম যোগ। আর জি কর-কাণ্ড নিয়ে শোরগোল করা ডা. সুবর্ণ গোস্বামী (Subarna Goswami) বদলি হতেই তাঁর পক্ষ নিয়ে গলা চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। রুটিন বদলি বলে জানাল স্বাস্থ্য দফতর। আর তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ জানান, রুটিন বদলি নিয়ে অযথা হাওয়া গরম করতে চাইছে বিরোধীরা।

পূর্ব বর্ধমানের ডেপুটি সিএমওএইচ পদে ছিলেন সুবর্ণ গোস্বামী (Subarna Goswami)। আর জি করের তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদ উঠেছিল রাজ্য জুড়ে। সেইসময় ঘোলা জলে মাছ ধরতে নামেন অনেকেই। চিকিৎসক হয়েও অবৈজ্ঞনিক মন্তব্য করেন অনেকে। সেই তালিকায় রয়েছেন এই সুবর্ণ গোস্বামীও। তিনি দাবি করেছিলেন, মৃতা তরুণীর গোপনাঙ্গ থেকে দেড়শো গ্রাম বীর্য উদ্ধার হয়েছিল! চিকিৎসকের সেই দাবির কোনও প্রমাণ মেলেনি সিবিআই তদন্তেও। এমনকী আদালতেও সুবর্ণ গোস্বামীর এই দাবি খারিজ হয়ে যায়।

সেই সুবর্ণকে দার্জিলিঙের টিবি হাসপাতালে হাসপাতালের সুপার পদে দ্রুত যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর তাতেই গোঁসা হয়েছে তাঁর। তাঁর অভিযোগ, “অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে বদলি করা হয়েছে। যে হাসপাতালে কোনও রোগী ভর্তি থাকেন না। কিন্তু এটা আমার অষ্টমতম বদলি। তাই, এসব নিয়ে অসুবিধা হয় না। আমি বহু জেলায় কাজ করেছি। দার্জিলিংয়েও আগে কাজের অভিজ্ঞতা রয়েছে।”

এই নিয়ে কুণাল ঘোষ (Kunal Ghosh) তীব্র আক্রমণ করে বলেন, ভিক্টিম কার্ড খেলেছেন সুবর্ণ। এটা প্রশাসনিক সিদ্ধান্ত। সিপিএম জমানায় কেউ কেউ এক জায়গা থেকে নড়েনিনি। কেউ কেউ আজীবন এসএসকেএম-এ থেকে অবসর নিয়েছেন। কটাক্ষ করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বলেন, উনি যদি হুইসেল ব্লোয়ারই হন, তাহলে পাহাড় গিয়ে হুইসেল বাজান। সারারাজ্যেই চিকিৎসকরা কাজ করছেন। কুণাল প্রশ্ন তোলেন, বদলি হলে স্বাস্থ্য ভবন অভিযান! রাস্তায় লোক ক্ষেপাতে দেখা যায় এই সুবর্ণ গোস্বামীদের। সেই সময় ছেড়ে এবার কাজ করুন।

এদিকে, রাম-বামের আঁতাঁত স্পষ্ট করে শুভেন্দু অধিকারী পাশে দাঁড়িয়েছে সুবর্ণ গোস্বামীর। তাঁর মতে, আমি সবারই বিরোধী দলনেতা! আর জি কর নিয়ে সুর চড়ানোতেই এই বদলি বলে সরব শুভেন্দু।

spot_img

Related articles

অস্কার নমিনেশনে শর্টলিস্টেড ‘হোমবাউন্ড’! উচ্ছ্বসিত করণ শুভেচ্ছা জানালেন টিমকে

অ্যাকাডেমি পুরস্কার জেতার স্বপ্ন দেখছে ভারতীয় বিনোদন জগত (Indian Entertainment Industry)। মঙ্গলবার ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক ফিচার...

সুপ্রিম নির্দেশে সরলো আর জি কর ধর্ষণ-খুন মামলা: শুনানি এবার কলকাতা হাই কোর্টে

আর জি কর মেডিক্যাল কলেজে (R G Kar Medical College And Hospital) চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনের মামলার এবার নতুন মোড়।...

টাকার দামে পতন অব্যাহত! আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি ঘিরে ধোঁয়াশা বাড়ছে

ভারতীয় টাকার দামে (Indian Rupee Rate) আবারও বড় পতন দেখা গেল। বুধবার দুপুর আড়াইটে নাগাদ ডলার প্রতি টাকার...

ভারত- পাক সীমান্তে অনুপ্রবেশ কেন, বাংলা – বাংলাদেশ সীমান্তের কথা উঠতেই কেন্দ্রকে প্রশ্ন তৃণমূলের

সংসদের চলতি অধিবেশনে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের প্রসঙ্গে বাংলার তৃণমূল সরকারের (TMC Govt)দিকে দায় ঠেলতেই ভারত-পাক সীমান্ত নিয়ে কেন্দ্রের...