Sunday, August 24, 2025

শুভেচ্ছাবার্তার জবাবে মুখ্যমন্ত্রীর ধর্ম নিরপেক্ষতাকে সমর্থন জানিয়ে চিঠি স্পিভাকের

Date:

বাংলার মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সমর্থন জানিয়ে চিঠি পাঠালেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট সাহিত্যতাত্ত্বিক ও দার্শনিক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক (Gayetri Chakraborti Spivak)। চিঠিতে তিনি লেখেন, পশ্চিমবঙ্গের গ্রামীণ সমাজে তাঁর দীর্ঘদিনের কাজের কথা মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করায় তিনি আবেগাপ্লুত। এই চিঠির বিষয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তরে গায়েত্রী স্পিভাকের বার্তার প্রাপ্তি স্বীকার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি আপ্লুত।

নরওয়ের বার্গেন বিশ্ববিদ্যালয় এবং নরওয়ে (Norway) সরকারের পক্ষ থেকে হলবার্গ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে গায়ত্রী চক্রবর্তী স্পিভাককে। আর্টস ও হিউম্যানিটিজের নোবেল হিসেবে পরিচিত এই পুরস্কার। এই খবর প্রকাশ্যে আসতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে শুভেচ্ছা বার্তা পাঠান। নিজের এক্স হ্যান্ডেলেও শুভেচ্ছা জানান। সেই শুভেচ্ছা বার্তার জবাবে কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁকে মমতাকে চিঠি পাঠিয়েছেন গায়েত্রী। মুখ্যমন্ত্রীর ধর্ম নিরপেক্ষতায় তাঁর সমর্থন আছে বলেও জানিয়েছেন তিনি।

স্পিভাক (Gayetri Chakraborti Spivak) লেখেন, গত চার দশক ধরে বাংলার অনগ্রসর জেলাগুলিতে দরিদ্র মানুষের গণতান্ত্রিক শিক্ষার প্রসারে তিনি নিবেদিত। মুখ্যমন্ত্রী যে তাঁর এই প্রচেষ্টাকে সম্মান জানিয়েছেন, তা তাঁর কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণl পশ্চিমবঙ্গের গ্রামীণ সমাজে তাঁর দীর্ঘদিনের কাজের কথা মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করায় তিনি আবেগাপ্লুত। চিঠির শেষে গায়েত্রী লেখেন, ভারত ও বাংলার ভবিষ্যৎ নিয়ে তিনি গভীরভাবে চিন্তিত এবং বর্তমান পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর ধর্মনিরপেক্ষতার প্রতি তাঁর সমর্থন রয়েছে ।

আরও খবরবিদেশ সফরের সময় রাজ্যের পরিচলনায় টাস্কফোর্স গড়লেন মুখ্যমন্ত্রী, দলের দায়িত্ব সুব্রত-অভিষেক

সাংবাদিকের প্রশ্নের উত্তরে গায়েত্রী স্পিভাকের চিঠির প্রাপ্তি স্বীকার করে মুখ্যমন্ত্রী জানান, আজই তিনি ওই চিঠি পেয়েছেন। অধ্যাপক স্পিভাক সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য তার সরকারের কাজকে স্বীকৃতি দেওয়ায় তিনি আপ্লুত।

Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...
Exit mobile version