Saturday, November 15, 2025

রাষ্ট্রপতির চা চক্রেও অপরাজিতা বিল দ্রুত অনুমোদনের আবেদন বাংলার সাংসদের

Date:

রাষ্ট্রপতি দ্রৌপদী  মুর্মুর আমন্ত্রিত চা চক্রেও অপরাজিতা বিল পাশ নিয়ে দরবার করতে পিছপা হল না তৃণমূল কংগ্রেসের মহিলা সাংসদরা। শুক্রবার রাষ্ট্রপতি ভবনে চা চক্রে বাংলার লোকসভা ও রাজ্যসভার  সব সাংসদদের আমন্ত্রণ করেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বাংলার পাশাপাশি  আমন্ত্রিত ছিলেন দিল্লি, তেলেঙ্গানা, ওড়িশা, গোয়া, তামিলনাড়ু সহ অন্যান্য রাজ্যের সাংসদরাও।জানা গিয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুর সঙ্গে সাক্ষাতের সুযোগ কাজে লাগিয়ে অল্প সময়ের ফটোসেশন এবং শুভেচ্ছা বিনিময়ের মাঝেই কাকলি ঘোষ দস্তিদার, দোলা সেন ও জুন মালিয়ারা একত্রে রাজ্যের অপরাজিতা বিল দ্রুত পাশের আবেদন করেন রাষ্ট্রপতিকে।তিনি জানিয়েছেন গোটা বিষয়টি তার মনে আছে।

এর আগে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তার সঙ্গে এই অপরাজিতা বিল  নিয়ে সাক্ষাৎ করেছিলেন। এই বিষয়টি দেখবেন বলে আশ্বস্ত তিনি করেন।যদিও পশ্চিমবঙ্গের বিধানসভায় সর্বসম্মতিতে অপরাজিতা বিল পাস হলেও অনুমোদনের জন্য আটকে রয়েছে রাষ্ট্রপতির কাছে। ছমাসের বেশি সময় অতিক্রম হয়ে গিয়েছে, তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল দ্রুত বিলটির ছাড়পত্র নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে দরবার করেছেন, কিন্তু এখনও অবধি মেলেনি ছাড়পত্র।

প্রসঙ্গত, বাংলার অপরাজিতা বিলটির সম্পর্কে  বিস্তারিত তথ্য ইতিমধ্যেই রাষ্ট্রপতিকে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। এই বিলটি কার্যকর হলে নিশ্চিতভাবে মৃত্যু অথবা যাবজ্জীবন কারাদণ্ড, দোষী এবং ধর্ষকদের দ্রুত শাস্তির প্রদানের ক্ষেত্রে নয়া দিগন্ত খুলে যাবে রাজ্যে। এদিন রাজ্যের শাসক দলের পক্ষ থেকে লোকসভার বর্ষিয়ান সংসদ সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মন্ডল, শতাব্দি রায়, জুন মালিয়া, কীর্তি আজাদ ও ইউসুফ  পাঠান এবং রাজ্যসভায় সুখেন্দু শেখর রায়, দোলা সেনরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর চা চক্রে উপস্থিত ছিলেন।

 

Related articles

চতুর্থ বিবাহবার্ষিকীতে কন্যা সন্তানের বাবা-মা রাজকুমার-পত্রলেখা, শুভেচ্ছা বলিউডের

শনিবারে সকালে এল সুখবর। বলিউডে রাজকন্যার আগমনের খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেতা রাজকুমার রাও (Rajkummar Rao) এবং...

ফের রবিবার বন্ধ বিদ্যাসাগর সেতু! কোন পথে যান চলাচল

রক্ষণাবেক্ষণের জন্য রবিবার আবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Bridge)। বিকল্পপথে যান চলাচলের বিজ্ঞপ্তি দিল কলকাতা পুলিশ (Kolkata...

এজরা স্ট্রিটে বিধ্বংসী অগ্নিকাণ্ড! বেআইনি নির্মাণে কড়া পদক্ষেপ: জানালেন মেয়র, নিয়ম মেনে ব্যবসার বার্তা সুজিতের

সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড বড়বাজারের (Barobazar) এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে। দমকলের (Fire Brigade) ২০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন (Fire)...

ক্রমশ কাজের চাপ বাড়াচ্ছে কমিশন: জেলায় জেলায় বিক্ষোভে BLO-রা

নির্বাচনী এসআইআর প্রক্রিয়ায় সাধারণ নাগরিকদের যাতে লাইনে দাঁড়াতে না হয়, তার জন্য কমিশনের তরফে প্রতিনিধি বুথ লেভেল অফিসাররা...
Exit mobile version