Saturday, January 10, 2026

৫০ কোটির নেকড়ে কুকুর কিনে খবরের শিরোনামে বেঙ্গালুরুর ব্যবসায়ী!

Date:

Share post:

কথায় আছে মরা হাতি লাখ টাকা, কিন্তু জীবন্ত কুকুর সব রেকর্ড ভেঙেচুরে নিজের দর তুলল কোটি টাকায়। আর বিশ্বের সবথেকে দামি কুকুর উলফডগ (Wolf Dog) কিনে খবরে শিরোনামের জায়গা করে নিলেন বেঙ্গালুরুর ব্যবসায়ী। এস সতীশ (S Satish) নামে এক যুবক ৫০ কোটি টাকা দিয়ে ক্যাডাবম্‌স ওকামি (Cadabom Okami) নামের এক বিরল প্রজাতির কুকুর কিনে সকলকে অবাক করে দিয়েছেন।

ক্যাডাবমস ওকামি আসলে সংকর প্রজাতি (Cadabom Okami is the fifth-generation descendant of a wolf-dog cross) । নেকড়ে এবং ককেশীয় কুকুরের মধ্যে একটি ক্রস। সতীশ জানিয়েছেন, এটি একটি অত্যন্ত বিরল প্রজাতির কুকুর এবং দেখতে হুবহু নেকড়ের মতো। এই জাতটি আগে পৃথিবীতে বিক্রি হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের জন্মগ্রহণকারী ক্যাডাবমসের বয়স মাত্র ৮ মাস কিন্তু ওজন ইতিমধ্যেই ৭৫ কিলোগ্রামের বেশি। তাঁর অনুযায়ী প্রতিদিন ৩ কেজি করে কাঁচা মাংসের প্রয়োজন হয়। একান্ন বছর বয়সী পেশায় ব্যবসায়ী হওয়ার পাশাপাশি ইন্ডিয়ান ডগ ব্রিডার্স অ্যাসোসিয়েশনের সভাপতিও বটে।ইতিমধ্যেই নেকড়ে কুকুরটিকে দিয়ে কর্নাটকের একটি হাইপ্রোফাইল অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তিনি। সতীশ প্রায় এক দশক আগে কুকুর প্রজনন বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু এখন তিনি আগ্রহী দর্শকদের কাছে তার বিরল প্রজাতির কুকুর প্রদর্শন করে টাকা রোজগার করতে চান। মাত্র ৩০ মিনিটের উপস্থিতিতে প্রায় ২৫,০০০ টাকা আয় হয় বলে দাবি করেছেন তিনি।

ককেশীয় শেফার্ডরা সাধারণত বিশাল, শক্তিশালী রক্ষক মানসিকতার হয়ে থাকে। ককেশাস পর্বতমালায় এদের উৎপত্তির জন্য এমন নাম। শিকারীদের হাত থেকে গবাদি পশুদের রক্ষা করার জন্য এই প্রজাতির কুকুরদের প্রজনন করা হয়েছিল।সতীশ জানিয়েছেন, তাঁর ১৫০ প্রজাতির কুকুর রয়েছে তাঁর কাছে। তবে নেকড়েকুকুর তাঁর কাছে ছিল না। অবশেষে শখ পূরণ হল।সাত একর জায়গা জুড়ে রয়েছে সতীশের পোষ্য কুকুরদের জন্য ঘর। সেখানে নানা প্রজাতির কুকুর রয়েছে। সেখানেই এই ক্যাডাবমস ওকামিকে রেখেছেন তিনি। পুরো জায়গাটাই সিসিটিভি দিয়ে মুড়ে ফেলা হয়েছে। হুবহু নেকড়ের মতো দেখতে কুকুরের এই জাতটি আগে পৃথিবীতে বিক্রি হয়নি।

spot_img

Related articles

গেরুয়া ফতেয়া, রামমন্দিরের ১৫ কিলোমিটারের মধ্যে আমিষ ডেলিভারি নিষিদ্ধ বিজেপি সরকারের

আমজনতার খাদ্যাভ্যাসে গেরুয়া কোপ, এবার অযোধ্যার রামমন্দির (Ram Mandir) এলাকার চারপাশে শুধু আমিষ খাবারের উপর নিষেধাজ্ঞা জারি করাই...

শীতের রাতে রাস্তায় ক্রীড়াবিদরা, যোগী রাজ্যে বক্সিং চ্যাম্পিয়নশিপে চূড়ান্ত অব্যবস্থা

নজিরবিহীন অব্যবস্থা জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে ( National Boxing Championships)। যোগী রাজ্য উত্তরপ্রদেশের(UP) গ্রেটার নয়ডার (Greater Noida) গৌতম বুদ্ধ...

চম্পাহাটিতে বৈধ বাজি কারখানায় বিস্ফোরণ: তুবড়ি বানাতে গিয়ে আহত ৪

ফের বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা চম্পাহাটিতে। সরকারি লাইসেন্সধারী কারখানায় বাজির মশলায় সমস্যার জেরে বিস্ফোরণ (blast) বলে স্থানীয় বাসিন্দাদের...

সুপ্রিম কোর্টে যেতে পারে ইডি: আগেই ক্য়াভিয়েট দাখিল রাজ্যের

আদালতের নির্দেশ না-পসন্দ। তাই কলকাতা হাই কোর্ট ছেড়ে সুপ্রিম কোর্টে যাওয়ার পথে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এই পরিস্থিতিতে...