আগামিকাল থেকে শুরু হচ্ছে ২০২৫ আইপিএল। ২৪ মার্চ প্রথম ম্যাচে নামছে দিল্লি ক্যাপিটালস । প্রথম ম্যাচে তাদের সামনে লখনউ সুপার জায়ান্ট। আর সূত্রের খবর প্রথম ম্যাচে নাকি খেলবেন না দলের অন্যতম ক্রিকেটার কে এল রাহুল। শুধু প্রথম ম্যাচ নয়, দ্বিতীয় ম্যাচেও নাকি খেলতে পারবেন না রাহুল। আর এমনটাই জানালেন, দিল্লির জোরে বোলার মিচেল স্টার্কের স্ত্রী অ্যালিসা হিলি।

রাহুলের স্ত্রী আথিয়া শেট্টি সন্তান সম্ভবা। মার্চের শেষ সপ্তাহে রাহুল-আথিয়ার প্রথম সন্তানের জন্ম হতে পারে। সূত্রের খবর, এ সময় স্ত্রীর পাশে থাকতে চান রাহুল। আর সেই কারণেই লখনউ এবং সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে থাকবেন না। এই নিয়ে স্টার্কের স্ত্রী অ্যালিসা হিলি নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ‘‘হ্যারি ব্রুক নেই। তার পরিবর্তে দিল্লি কাকে খেলাবে, তা নিয়ে আগ্রহ রয়েছে। দলে লোকেশ রাহুল আছে। তবে আমার মনে হচ্ছে রাহুল সম্ভবত প্রথম দু’টি ম্যাচ খেলবে না। প্রথম সন্তানের জন্মের অপেক্ষায় রয়েছে রাহুল এবং ওর স্ত্রী। রাহুল দুর্দান্ত একজন ক্রিকেটার। আগ্রাসী ব্যাটিং করতে পারে। টি-২০ ক্রিকেটের উপযোগী ইনিংস খেলতে পারে। তাই ওর পরিবর্ত নিয়েও আমার আগ্রহ রয়েছে। ব্যাপারটা বেশ রোমাঞ্চকর হবে মনে হচ্ছে।“

সূত্রের খবর, রাহুল কয়েক দিন ছুটি আর্জি জানিয়েছেন দিল্লি কর্তৃপক্ষের কাছে। তাঁর আবেদন মঞ্জুর করেছেন দিল্লি কর্তৃপক্ষও। তবে দিল্লি শিবির থেকে অবশ্য রাহুলের না খেলার ব্যাপারে সরকারি ভাবে এখনও কিছু জানান হয়নি।

আরও পড়ুন- বিরাটদের আটকাতে কী পরিকল্পনা কেকেআর বোলার বরুণের? জানালেন নিজেই

–

–

–

–

–

–

–

–