উত্তর কলকাতার শ্যামপুকুর থানা (Shyampukur Police Station) এলাকার একটি স্কুলে যৌন হেনস্থার শিকার পাঁচ বছরে নাবালিকা (5 years old minor girl assaulted )। অভিযুক্ত এক রাজমিস্ত্রি। লজেন্সের লোভ দেখিয়ে শিশুকন্যাকে স্কুলের মধ্যেই যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার শ্যামপুকুরের ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। রাত পর্যন্ত স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা।

পুলিশ ও অভিভাবকদের সূত্রে জানা গেছে, স্কুলে রাজমিস্ত্রিরা কাজ করছিল। নাবালিকাকে লজেন্সের লোভ দেখায়। রাজি না হওয়ায় চকোলেট দেওয়ার কথা বলে শৌচাগারের দিকে শিশুকে টেনে নিয়ে গিয়ে তার উপর নির্যাতন করে এক রাজমিস্ত্রি। এরপর শিশুটি অসুস্থ হয়ে পড়লে গোটা ঘটনা প্রকাশ্যে আসে। স্কুল ক্যাম্পাসের মধ্যে এমন ঘটনা ঘটায় শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন অভিভাবকরা। স্কুলের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। রাতেই অভিযুক্তকে গ্রেফতার করেছে শ্যামপুকুর থানার পুলিশ।

–

–

–

–

–

–

–

–

–
