রাজ্য সরকার সব সময় স্বনির্ভর গোষ্ঠী এবং অন্যান্য সংস্থার উদ্যোগকে স্বাগত জানিয়েছে। নানান সময় আমরা দেখেছি কিভাবে বাংলার সংস্কৃতি, কৃষ্টিকে বিশ্বের দরবারে তুলেছে রাজ্যের বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠি।

সাউথ দমদম পুরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ মিত্রর উদ্যোগে ক্লাইভ হাউস আর বারোয়ারিতলায়ে শেশ হল হস্ত শিল্প মেলা। উপস্থিত ছিলেন চিলির রিনি পাল, নির্জন নন্দী, কৌশিক গুহ সহ অনন্যরা।


এদিন এই অনুষ্ঠানে যারা হাজির হয়েছিলেন, দেদার আনন্দ উপভোগ করেন তারা।

–


–

–

–

–

–

–

–

–
–