Sunday, November 2, 2025

লন্ডনের সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে বন্ধ হিথরো এয়ারপোর্ট! বাতিল ১৩৫১ উড়ান

Date:

লন্ডনের সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড। যার জেরে সারাদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে হিথরো বিমানবন্দর। জানা গিয়েছে, শুক্রবার সকালে লন্ডনের(london) একটি সাবস্টেশনে আগুন ধরে যায়। তার জেরে কার্যত বন্ধ হয়ে যায় হিথরো বিমানবন্দরের(heathrow airport) বিদ্যুৎ পরিষেবা। ফলে বাধ্য হয়ে বন্ধ রাখা হয় বিমানবন্দরের উড়ান পরিষেবা।বিমানবন্দর কর্তৃপক্ষের আকস্মিক এই ঘোষণায় বিপাকে পড়েছেন যাত্রীরা।

জানা গিয়েছে, সাবস্টেশনে আগুন লাগার ফলে আঁধারে ডুবেছে লন্ডনের বিরাট এলাকা। অন্তত ১৬ হাজার বাড়িতে নেই বিদ্যুৎ সংযোগ। বিপর্যস্ত হিথরো বিমানবন্দর। বিদ্যুতের অভাবে বাধ্য হয়ে শুক্রবার মাঝরাত পর্যন্ত সমস্ত পরিষেবা বন্ধ রেখেছে হিথরো বিমানবন্দর। বাতিল বা গতিপথ পরিবর্তন করে হয়েছে অন্তত ১৩৫১টি বিমানের। একাধিক বিমান ঘুরিয়ে দেওয়া হয়েছে। ভারত থেকে লন্ডনগামী সমস্ত বিমান এদিনের জন্য বাতিল করেছে এয়ার ইন্ডিয়াও।এআই-১২৯ লন্ডনগামী বিমানটি ফের মুম্বইয়ে ফিরে আসছে এবং দিল্লি থেকে আসাএআই-১৬১ বিমানটির গতিপথ জার্মানির ফ্রাঙ্কফুর্টে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার ভোরে ওই সংস্থার একটি সাবস্টেশনে আগুন ধরে যায়। ৭০ জন দমকলকর্মী আগুন নেভানোর কাজ শুরু করেন। অন্তত ১৫০ জনকে আগুনের গ্রাস থেকে উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিনও পাঠানো হয়।অন্যদিকে, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে দাউদাউ করে জ্বলতে থাকা আগুনের ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। সেই ভিডিও শেয়ার করেছে রাশিয়ার অন্যতম জাতীয় মিডিয়া।ব্রিটিশ এয়ারওয়েজ তাদের যাত্রীদের পরবর্তী ঘোষণা না করা পর্যন্ত হিথরোতে না যাওয়ার পরামর্শ দিয়েছে।

 

Related articles

নাম ছিল না ২০০২ সালের তালিকায়: SIR আতঙ্কেই মৃত্যু জামালপুরের বিমলের

রাজ্যের পরিযায়ী শ্রমিকরা যে সময়ে ভিন রাজ্যে কাজের তাগিদে রয়েছেন, সেই সময়ে এসআইআর প্রক্রিয়া চলার কারণে যেন কোনওভাবেই...

মঞ্চে সাউন্ডচেকের সময় ঝামেলা, পেশাদারিত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় তরজা জোজো – পৌষালীর!

একই মঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে দুই জনপ্রিয় শিল্পীর সাউন্ড টিমের ঝামেলার জেরে সোশ্যাল মিডিয়ায় দুই গায়িকার (Female Singers)...

মেক্সিকোর মার্কেটে বিস্ফোরণ, মৃত ২৩ শিশু! আহত অন্তত ১১

মেক্সিকোর সোনোরা প্রদেশের হারমোসিলো শহরের সুপার মার্কেটে ভয়াবহ বিস্ফোরণের (supermarket explosion in mexico) জেরে ২৩ জন শিশুর মৃত্যুতে...

বাংলাদেশি সন্দেহে বর্বরতার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

ফের বিএসএফের (BSF) বিরুদ্ধে বর্বরতার অভিযোগ! নদীয়ার চাপড়া থানার হাটখোলা গ্রামে এক স্থানীয় কৃষককে 'বাংলাদেশি' সন্দেহে মারধরের অভিযোগ...
Exit mobile version