Tuesday, November 11, 2025

আগামিকাল থেকে শুরু হচ্ছে আইপিএল, তার আগে বেশ কিছু নতুন নিয়ম আনল বিসিসিআই , দেখে নেওয়া যাক

Date:

আগামিকাল থেকে শুরু হচ্ছে ২০২৫ আইপিএল। প্রথম ম্যাচে ইডেন গার্ডেন্সে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে তার আগে খেলার নিয়মে বড় বদল আনল ভারতীয় ক্রিকেট বোর্ড। আসন্ন আইপিএল-এ মন্থর ওভার রেটের জন্য নতুন নিয়ম আনল বিসিসিআই।

জানা যাচ্ছে, ম্যাচে মন্থর ওভার রেটের জন্য প্রথমবার দোষী সাব্যস্ত হলে অধিনায়ককে দিতে হয় ১২ লক্ষ টাকা। দ্বিতীয়বার একই অপরাধের জন্য দলের নেতাকে জরিমানা করা হত ২৪ লক্ষ টাকা । আর তৃতীয়বার দোষী হলে ৩০ লক্ষ টাকা জরিমানা, সেই সঙ্গে এক ম্যাচের নির্বাসনের খাঁড়া নেমে আসে অধিনায়কের উপরে। তবে এবার উঠতে চলেছে নির্বাসনের শাস্তি। সূত্রের খবর, তার বদলে থাকছে ডিমেরিট পয়েন্ট এবং বড় অঙ্কের জরিমানা। জানা যাচ্ছে, লেভেল ১ অপরাধের জন্য ২৫ থেকে ৭৫ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হবে। সেই সঙ্গে পেতে হবে ডিমেরিট পয়েন্ট। তিন বছরের জন্য ওই ডিমেরিট পয়েন্ট থাকবে। অর্থাৎ, প্রথম বার ডিমেরিট পয়েন্ট পাওয়ার তিন বছরের মধ্যে আবার ডিমেরিট পয়েন্ট পেলে তা যোগ হবে। লেভেল ২ অপরাধ করলে ৪ ডিমেরিট পয়েন্ট পেতে পারেন কোনও ক্রিকেটার। এছাড়াও জানা যাচ্ছে, চারটি ডিমেরিট পয়েন্ট পাওয়া ক্রিকেটারকে জরিমানা করা হতে পারে। তাঁর ম্যাচ ফি-র ১০০ শতাংশ কেটে নেওয়া হতে পারে। তবে এই সিদ্ধান্ত নেবেন ম্যাচ রেফারি। বেশি ডিমেরিট পয়েন্ট পেলে কোনও ক্রিকেটারকে নির্বাসিত করা হতে পারে। গত আইপিএল-এ মন্থর ওভার রেটের জন্য শাস্তি পেয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের তৎকালীন অধিনায়ক ঋষভ পন্থ। শাস্তি ভুগছেন হার্দিকও। নির্বাসিত হন তিনি। যার ফলে প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে পারবেন না হার্দিক। তবে আসন্ন আইপিএল থেকে এই নিয়ম আর থাকছে না।

এদিকে জানা যাচ্ছে, আইপিএল-এর আগে আরও বেশ কয়েকটি নিয়ম এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড । জানা যাচ্ছে, এবারের আইপিএল-এ বলে থুতু লাগানো যাবে এ বার । এই নিয়ে কোনও অধিনায়কই দ্বিমত প্রকাশ করেননি। এছাড়াও যে দল বল করবে তারা দু’টি নতুন বল ব্যবহার করতে পারবে। একটি ইনিংস শুরুর সময়ে। একটি মাঝে। এছাড়া, ওয়াইডের থেকে হক-আই ব্যবহার করা যাবে।

আরও পড়ুন- শনিবার ইডেনে KKR বনাম RCB ম্যাচ, সমর্থকদের জন্য রাতে চলবে অতিরিক্ত মেট্রো রেল

Related articles

ইডেনে পুরানো বন্ধুর সঙ্গে দেখা গিলের, হাসি-মজায় মাতলেন দুই পঞ্জাব পুত্র

ইডেনের ক্লাব হাউসে হঠাত দেখা দুই পঞ্জাব পুত্রের। ক্রিকেটের নন্দন কাননে দুই বন্ধুর রিইউনিয়ন। বর্তমানে ভারতীয় ক্রিকেটের পোস্টার...

বেহালার মানুষের কাছে বিচার চাইবেন! পার্থ কি রাজনীতিতে ফিরতে চাইছেন?

দল বহিষ্কার করলেও রাজনীতিতে নামার ষোলো আনা ইচ্ছে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chatterjee)। মঙ্গলবার জেলমুক্তি পেয়ে ঘরে ফিরেছেন। দীর্ঘ...

গতি মানেই প্রগতি: স্বাস্থ্যসচিবকে দ্রুত নিয়োগের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

আদালতের জন্য আটকে ছিল নিয়োগ। এবার দ্রুত নিয়োগ করতে হবে। মঙ্গলবার, স্বাস্থ্য  ভবনে ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক প্রকল্পের উদ্বোধনে...

আস্ত একটা বিশ্ববিদ্যালয়ই জঙ্গির আঁতুড়ঘর! পুরুষের পরে মহিলা চিকিৎসকের আড়ালেও জঙ্গীনেত্রী

একটা বিস্ফোরণ। তার জেলে রুটিন তল্লাশি। ঠিক যেভাবে অন্যান্য একেকটা নাশকতার পরে চলতে থাকে। তবে জঙ্গি আঁতুড়ঘর যে...
Exit mobile version