Monday, May 5, 2025

নির্জলা হাওড়ার ২২টি ওয়ার্ড, পরিস্থিতি মোকাবিলায় ১৫টি ট্যাঙ্কার পাঠালো কলকাতা পুরসভা

Date:

Share post:

ধসের জেরে হাওড়ার (Howrah) বেলগাছিয়া ভাগাড় এলাকায় বিপর্যয়। প্রায় দেড় বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ফাটল। ফলে পদ্মপুকুর জল প্রকল্পের প্রায় ১৫০০ মিলিমিটার ব্যাসের মূল পাইপলাইন ফেটে যাওয়ায় নির্জলা হাওড়া- শিবপুর বিধানসভার ২২ টি ওয়ার্ড। সমস্যা সমাধানে এগিয়ে এলো কলকাতা পুরসভা (KMC)। ইতিমধ্যেই হাওড়ায় ১৫টি জলের ট্যাঙ্কার পাঠানো হয়েছে বলে কেএমসি সূত্রে খবর। সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয় সে কথা মাথায় রেখে, যতদিন না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন পর্যন্ত হাওড়া পুরসভাকে (Howrah Municipal Corporation) সাহায্যের আশ্বাস দিল কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন।

বৃহস্পতিবার থেকেই জল সংকট তৈরি হচ্ছিল হাওড়ায়। পাইপের ফাটল মেরামতির কাজ অনেকটা এগিয়ে গেলেও শুক্রবার খেয়ে ধ্বস নামায় সমস্যা বেড়েছে। স্থানীয় এফ রোডের বাসিন্দারা আশঙ্কা করছেন এভাবেই যদি ফাটল দেখা যায় তাহলে হয়তো বাড়ি ভেঙে পড়তে পারে। পরিস্থিতির দিকে নজর রাখছেন স্বয়ং বিধায়ক। যুদ্ধকালীন তৎপরতায় পুরসভা এবং KMD ইঞ্জিনিয়াররা পাইপলাইন মেরামতির কাজ শুরু করেছেন। সূত্রের খবর পদ্মপুকুর জল প্রকল্পের মূল পাইপলাইন বেলগাছিয়া মোড় থেকে এফ রোড হয়ে বেলগাছিয়া ভাগাড়ের পাশ দিয়ে চলে গেছে। এর পাশে রয়েছে উত্তর হাওড়ার মূল নিকাশিনালা। সমস্যা হচ্ছে, ভাগাড়ে শহরের আবর্জনা জমতে জমতে কার্যত পাহাড়ের আকার নিয়েছে যার ফলে প্রায়ই ধস নেমে মূল নিকাশি নালা অবরুদ্ধ হয়ে যাচ্ছে। এদিন সকালে মাটির তলায় ঘষে জেরে জলের পাইপলাইন ফেটে এলাকার বিভিন্ন বাড়িতে জল ঢুকে যায়। পনেরশো মিলিমিটার গ্যাসের লোহার পাইপ ফেটে যাওয়ায় ২২ টি ওয়ার্ডে জল সরবরাহ সম্পূর্ণ বন্ধ। তবে কলকাতা পুরসভা থেকে ট্যাংকার পৌঁছে যাওয়ায় খানিকটা হলেও স্বস্তি পেয়েছেন এলাকাবাসী। যদিও পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা এক্ষুনি বলা সম্ভব নয় বলেই মনে করছেন হাওড়া পুরসভার ইঞ্জিনিয়াররা।

 

spot_img

Related articles

পিএফ বঞ্চনার প্রতিবাদ! চা-বাগান মালিকদের বিরুদ্ধে বড় লড়াইয়ের ডাক আইএনটিটিইউসির

চা-বাগানের শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড (পিএফ) বঞ্চনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ি পিএফ অফিসের সামনে অবস্থান বিক্ষোভে অংশ নিলেন...

টুটুকে নিয়ে মিলল না সমাধান, ফের হবে বৈঠক

টুটু বোসের(Tutu Bose) পদত্যাগ গ্রহনের সিদ্ধান্ত ঝুলেই রইল। সোমবারের বৈঠকেও মিলল না সমাধান। পরের সপ্তাহে ফের মোহনবাগানের(Mohunbagan) কার্যকরী...

সিনেমায় কোপ! ট্রাম্পের নতুন ঘোষণায় চিন্তায় ভারতের প্রযোজকরা

ট্রাম্পের শুল্কের বন্যায় অস্থির বিশ্ব। চিনের উপর আবার অতিরিক্ত শুল্ক। এবার বিনোদন ক্ষেত্রকেও চড়া শুল্কের আওতায় আনলেন মার্কিন...

শীঘ্রই শুরু দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের দ্বিতীয় পর্বের কাজ

কলকাতা ও হাওড়ার অন্যতম সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের দ্বিতীয় পর্যায়ের কাজ শীঘ্রই শুরু হতে চলেছে। ইতিমধ্যেই প্রথম...