Saturday, August 23, 2025

নির্জলা হাওড়ার ২২টি ওয়ার্ড, পরিস্থিতি মোকাবিলায় ১৫টি ট্যাঙ্কার পাঠালো কলকাতা পুরসভা

Date:

ধসের জেরে হাওড়ার (Howrah) বেলগাছিয়া ভাগাড় এলাকায় বিপর্যয়। প্রায় দেড় বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ফাটল। ফলে পদ্মপুকুর জল প্রকল্পের প্রায় ১৫০০ মিলিমিটার ব্যাসের মূল পাইপলাইন ফেটে যাওয়ায় নির্জলা হাওড়া- শিবপুর বিধানসভার ২২ টি ওয়ার্ড। সমস্যা সমাধানে এগিয়ে এলো কলকাতা পুরসভা (KMC)। ইতিমধ্যেই হাওড়ায় ১৫টি জলের ট্যাঙ্কার পাঠানো হয়েছে বলে কেএমসি সূত্রে খবর। সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয় সে কথা মাথায় রেখে, যতদিন না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন পর্যন্ত হাওড়া পুরসভাকে (Howrah Municipal Corporation) সাহায্যের আশ্বাস দিল কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন।

বৃহস্পতিবার থেকেই জল সংকট তৈরি হচ্ছিল হাওড়ায়। পাইপের ফাটল মেরামতির কাজ অনেকটা এগিয়ে গেলেও শুক্রবার খেয়ে ধ্বস নামায় সমস্যা বেড়েছে। স্থানীয় এফ রোডের বাসিন্দারা আশঙ্কা করছেন এভাবেই যদি ফাটল দেখা যায় তাহলে হয়তো বাড়ি ভেঙে পড়তে পারে। পরিস্থিতির দিকে নজর রাখছেন স্বয়ং বিধায়ক। যুদ্ধকালীন তৎপরতায় পুরসভা এবং KMD ইঞ্জিনিয়াররা পাইপলাইন মেরামতির কাজ শুরু করেছেন। সূত্রের খবর পদ্মপুকুর জল প্রকল্পের মূল পাইপলাইন বেলগাছিয়া মোড় থেকে এফ রোড হয়ে বেলগাছিয়া ভাগাড়ের পাশ দিয়ে চলে গেছে। এর পাশে রয়েছে উত্তর হাওড়ার মূল নিকাশিনালা। সমস্যা হচ্ছে, ভাগাড়ে শহরের আবর্জনা জমতে জমতে কার্যত পাহাড়ের আকার নিয়েছে যার ফলে প্রায়ই ধস নেমে মূল নিকাশি নালা অবরুদ্ধ হয়ে যাচ্ছে। এদিন সকালে মাটির তলায় ঘষে জেরে জলের পাইপলাইন ফেটে এলাকার বিভিন্ন বাড়িতে জল ঢুকে যায়। পনেরশো মিলিমিটার গ্যাসের লোহার পাইপ ফেটে যাওয়ায় ২২ টি ওয়ার্ডে জল সরবরাহ সম্পূর্ণ বন্ধ। তবে কলকাতা পুরসভা থেকে ট্যাংকার পৌঁছে যাওয়ায় খানিকটা হলেও স্বস্তি পেয়েছেন এলাকাবাসী। যদিও পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা এক্ষুনি বলা সম্ভব নয় বলেই মনে করছেন হাওড়া পুরসভার ইঞ্জিনিয়াররা।

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version