Monday, November 10, 2025

ফের খুলল দ্বার, বিশ্বভারতীর ক্যাম্পাসে অবাধ প্রবেশ পর্যটকদের

Date:

স্থায়ী উপাচার্য আসার পরেই বদলালো বিশ্বভারতীর নিয়ম। অচলায়তন ভেঙে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দরজা খুলে দেওয়া হল পর্যটকদের জন্য। আগে সেই নিয়ম ছিল। কিন্তু কোভিডের সময় জারি হওয়া নিষেধাজ্ঞা তোলেননি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Viswabharati University) বিতর্কিত প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Bidyut Chakraborty)। সম্প্রতি স্থায়ী উপাচার্য পদে এসেছেন প্রবীরকুমার ঘোষ (Prabir Kumar Ghosh)। আর তার পরেই প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা উঠল।

মুক্ত পরিবেশে শিক্ষা। বাধাধরা ক্লাস রুম নয়। প্রকৃতির মধ্যে বসেই পাঠ। এই ছিল রবীন্দ্রনাথের গড়ে তোলা শান্তিনিকেতনের মূল ভিত্তি। সেই মতো লেখাপড়া হয় পাঠভবন বা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। লেখাপড়ার পাশাপাশি ক্যাম্পস ঘুরে দেখাতেও নিষেধাজ্ঞা ছিল না। কোভিডের সময়ে পর্যটকদের ক্যাম্পাসে ঢোকা নিষিদ্ধ হয়ে যায়। অতিমারি কেটে গেলেও পর্যটকদের জন্য ক্যাম্পাসের দরজা খোলা হয়নি। সেসময় বিশ্বভারতীর উপাচার্য ছিলেন বিদ্যুৎ চক্রবর্তী। তাঁর নির্দেশে শুধু মাত্র বিশ্বভারতীর (Viswabharati University) মিউজিয়ামে টিকিট কেটে ঢুকতে পারতেন পর্যটকরা। এতে শুধু পর্যটক নন, ক্ষুব্ধ হন শান্তিনিকেতনের আবাসিকরাও। কিন্তু নিজের সিদ্ধান্ত থেকে সরেননি একগুঁয়ে বলে অভিযুক্ত বিদ্যুৎ চক্রবর্তী।

তবে, সেই সিদ্ধান্তে এবার বদল হল। উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেই পর্যটকদের জন্য ক্যাম্পাসের দরজা ফের খুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন প্রবীর ঘোষ। বিশ্বভারতীর অধ্যাপকদের সঙ্গে আলোচনার পরে তিনি জানান, ঐতিহ্য ও পর্যটনকে একসঙ্গে যোগ করতেই এই সিদ্ধান্ত। অতীত নিয়ে আলোচনা না করে এখন কী করা যায় সেই দিক দেখতে হবে। নিরাপত্তার বিষয়টিও নজর রাখা হচ্ছে।
আরও খবরলন্ডনের সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে বন্ধ হিথরো এয়ারপোর্ট! বাতিল ১৩৫১ উড়ান

 

Related articles

গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র, ভেন্টিলেটর সাপোর্টে বর্ষীয়ান অভিনেতা

গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র(Veteran actor Dharmendra)। পরিবার সূত্রে খবর, ভেন্টিলেটর সাপোর্টে...

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম, একনজরে তালিকা

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম (Bangla Dairy)। ৫৬ টাকা থেকে ৬০-এ পৌঁছল বাংলার ডেয়ারি...

শেষরক্ষা হল না: মৃত্যু SIR আতঙ্কে বিষপান করা আশার, চিকিৎসাধীন শিশুকন্যা

শেষরক্ষা হল না। মৃত্যু হল SIR আতঙ্কে বিষপান করা ধনিয়াখালির আশা সোরেনের (Asha Soren)। এখনও হাসপাতালে (Hospital) চিকিৎসাধীন...

আছড়ে পড়ল সুপার টাইফুন উ-ওয়ং, ফিলিপিন্সে সুনামির স্মৃতি

প্রবল শক্তিশালী সুপার টাইফুন উ-ওয়ং আছড়ে পড়ল ফিলিপিন্সের অরোরা উপকূলে। রবিবার রাতে এই সুপার টাইফুনের (super typhoon) ল্যান্ডফলের...
Exit mobile version