Wednesday, November 12, 2025

ফের খুলল দ্বার, বিশ্বভারতীর ক্যাম্পাসে অবাধ প্রবেশ পর্যটকদের

Date:

স্থায়ী উপাচার্য আসার পরেই বদলালো বিশ্বভারতীর নিয়ম। অচলায়তন ভেঙে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দরজা খুলে দেওয়া হল পর্যটকদের জন্য। আগে সেই নিয়ম ছিল। কিন্তু কোভিডের সময় জারি হওয়া নিষেধাজ্ঞা তোলেননি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Viswabharati University) বিতর্কিত প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Bidyut Chakraborty)। সম্প্রতি স্থায়ী উপাচার্য পদে এসেছেন প্রবীরকুমার ঘোষ (Prabir Kumar Ghosh)। আর তার পরেই প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা উঠল।

মুক্ত পরিবেশে শিক্ষা। বাধাধরা ক্লাস রুম নয়। প্রকৃতির মধ্যে বসেই পাঠ। এই ছিল রবীন্দ্রনাথের গড়ে তোলা শান্তিনিকেতনের মূল ভিত্তি। সেই মতো লেখাপড়া হয় পাঠভবন বা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। লেখাপড়ার পাশাপাশি ক্যাম্পস ঘুরে দেখাতেও নিষেধাজ্ঞা ছিল না। কোভিডের সময়ে পর্যটকদের ক্যাম্পাসে ঢোকা নিষিদ্ধ হয়ে যায়। অতিমারি কেটে গেলেও পর্যটকদের জন্য ক্যাম্পাসের দরজা খোলা হয়নি। সেসময় বিশ্বভারতীর উপাচার্য ছিলেন বিদ্যুৎ চক্রবর্তী। তাঁর নির্দেশে শুধু মাত্র বিশ্বভারতীর (Viswabharati University) মিউজিয়ামে টিকিট কেটে ঢুকতে পারতেন পর্যটকরা। এতে শুধু পর্যটক নন, ক্ষুব্ধ হন শান্তিনিকেতনের আবাসিকরাও। কিন্তু নিজের সিদ্ধান্ত থেকে সরেননি একগুঁয়ে বলে অভিযুক্ত বিদ্যুৎ চক্রবর্তী।

তবে, সেই সিদ্ধান্তে এবার বদল হল। উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেই পর্যটকদের জন্য ক্যাম্পাসের দরজা ফের খুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন প্রবীর ঘোষ। বিশ্বভারতীর অধ্যাপকদের সঙ্গে আলোচনার পরে তিনি জানান, ঐতিহ্য ও পর্যটনকে একসঙ্গে যোগ করতেই এই সিদ্ধান্ত। অতীত নিয়ে আলোচনা না করে এখন কী করা যায় সেই দিক দেখতে হবে। নিরাপত্তার বিষয়টিও নজর রাখা হচ্ছে।
আরও খবরলন্ডনের সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে বন্ধ হিথরো এয়ারপোর্ট! বাতিল ১৩৫১ উড়ান

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version