Friday, August 22, 2025

জমি নিয়ে বিবাদের জেরে ভাইয়ের হাতে খুন হতে হল দাদাকে।শুনলে চমকে উঠবেন। মাত্র চার আঙুল জমি নিয়ে বিবাদে এই খুন।বিষয়টি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদ চলছিল বেশ কিছুদিন ধরে। মাত্র চার আঙুল জমি ভাগে বেশি চলে যাওয়ায়, জ্যাঠতুতো দাদার বিরুদ্ধে অভিযোগ করছিল ভাই।বিবাদ চরমে ওঠায় দাদাকে পিটিয়ে মারল খুড়ততো ভাই। উত্তর ২৪ পরগনার মাটিয়া থানার কচুয়া গ্রাম পঞ্চায়েতের কুরুলিয়া গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।মৃত ব্যক্তির নাম হারাধন মণ্ডল(৩০)। তদন্তে শুরু করে পুলিশ। মূল অভিযুক্ত পার্থ মণ্ডল ও তার স্ত্রীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই ভাইয়ের বাড়ি একদম পাশাপাশি। ভাগাভাগি হওয়ার পর, ওই দুই বাড়ি তৈরি হয়েছিল।কিন্তু অভিযোগ, হারাধন মণ্ডল চার আঙুল জমি বেশি নিয়েছেন। বিষয়টি নিয়ে প্রায় বছর খানেক ধরে দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল। বিভিন্ন সময় ঝগড়ায় জড়িয়েছেন দুই পরিবারের সদস্যরা। অনেক সময় প্রতিবেশীরা সেই বিবাদ থামিয়েছেন।এই পরিস্থিতিতে শুক্রবার ফের দুই পরিবারের মধ্যে ঝগড়া বাধে।

রাতে হারাধন মণ্ডল ও পার্থ মণ্ডলের পরিবারের মধ্যে আলোচনা শুরু হয়। কিছু সময়ের মধ্যেই দুই ভাই ফের বিবাদে জড়িয়ে পড়েন। সেই সময় হারাধনকে বাঁশ দিয়ে বেধড়ক পেটাতে শুরু করেন খুড়তুতো ভাই পার্থ। তাকে বাঁচাতে গিয়ে এগিয়ে আসেন হারাধনের বাবা ও স্ত্রী।তারাও জখম হন। রক্তাক্ত হারাধনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

জানা গিয়েছে, গুরুতর জখম অবস্থায় মৃতের বাবা ও স্ত্রী বারাসত জেলা হাসপাতালে ভর্তি। তদন্তে নেমে পুলিশ রাতেই পার্থ মণ্ডল ও তার স্ত্রীকে গ্রেফতার করে। শনিবার তাদের দুজনকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ।

রাতে হারাধন মণ্ডল ও পার্থ মণ্ডলের পরিবারের মধ্যে আলোচনা শুরু হয়। কিছু সময়ের মধ্যেই দুই ভাই ফের বিবাদে জড়িয়ে পড়েন। সেই সময় হারাধনকে বাঁশ দিয়ে বেধড়ক পেটাতে শুরু করেন খুড়তুতো ভাই পার্থ। তাকে বাঁচাতে গিয়ে এগিয়ে আসেন হারাধনের বাবা ও স্ত্রী।তারাও জখম হন। রক্তাক্ত হারাধনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

জানা গিয়েছে, গুরুতর জখম অবস্থায় মৃতের বাবা ও স্ত্রী বারাসত জেলা হাসপাতালে ভর্তি। তদন্তে নেমে পুলিশ রাতেই পার্থ মণ্ডল ও তার স্ত্রীকে গ্রেফতার করে। শনিবার তাদের দুজনকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ।

 

Related articles

হাত-পা বাঁধা, মুখে সেলোটেপ উদ্ধার বৃদ্ধার দেহ, আতঙ্ক নিউ গড়িয়ায়

খাস কলকাতায় চমকে ওঠার মতো ঘটনা। শুক্রবার সকালে নিউ গড়িয়ার একটি অভিজাত আবাসন থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার...

ক্যাপ সমীক্ষা প্রকাশ হতেই ফাঁস হল বিজেপির ষড়যন্ত্র

বিজেপির এসআইআর ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল অবশেষে। ক্যাপ সমীক্ষা প্রকাশ হতেই ধরা পড়ে গেল বিজেপি। প্রত্যেক রাজ্যে ভোটের...

উৎকণ্ঠার অবসান, সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন: JEE-র ফল ঘোষণায় পোস্ট শিক্ষামন্ত্রীর

ওবিসি জটে আটকে গিয়েছিল ফল। প্রায় ৪ মাসের মাথায় জয়েন্ট এন্ট্রান্সের JEE রেজাল্ট প্রকাশিত হল। শীর্ষ আদালতের নির্দেশে...

JEE মেধাতালিকায় প্রথম ও দশম কী পড়বেন? জানালেন নিজেরাই

আইনি জটিলতা কাটিয়ে অবশেষে শুক্রবার দুপুরে প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের(JEE) ফল। গত ২৭ এপ্রিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স(JEE)...
Exit mobile version