Thursday, November 6, 2025

জমি নিয়ে বিবাদের জেরে ভাইয়ের হাতে খুন হতে হল দাদাকে।শুনলে চমকে উঠবেন। মাত্র চার আঙুল জমি নিয়ে বিবাদে এই খুন।বিষয়টি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদ চলছিল বেশ কিছুদিন ধরে। মাত্র চার আঙুল জমি ভাগে বেশি চলে যাওয়ায়, জ্যাঠতুতো দাদার বিরুদ্ধে অভিযোগ করছিল ভাই।বিবাদ চরমে ওঠায় দাদাকে পিটিয়ে মারল খুড়ততো ভাই। উত্তর ২৪ পরগনার মাটিয়া থানার কচুয়া গ্রাম পঞ্চায়েতের কুরুলিয়া গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।মৃত ব্যক্তির নাম হারাধন মণ্ডল(৩০)। তদন্তে শুরু করে পুলিশ। মূল অভিযুক্ত পার্থ মণ্ডল ও তার স্ত্রীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই ভাইয়ের বাড়ি একদম পাশাপাশি। ভাগাভাগি হওয়ার পর, ওই দুই বাড়ি তৈরি হয়েছিল।কিন্তু অভিযোগ, হারাধন মণ্ডল চার আঙুল জমি বেশি নিয়েছেন। বিষয়টি নিয়ে প্রায় বছর খানেক ধরে দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল। বিভিন্ন সময় ঝগড়ায় জড়িয়েছেন দুই পরিবারের সদস্যরা। অনেক সময় প্রতিবেশীরা সেই বিবাদ থামিয়েছেন।এই পরিস্থিতিতে শুক্রবার ফের দুই পরিবারের মধ্যে ঝগড়া বাধে।

রাতে হারাধন মণ্ডল ও পার্থ মণ্ডলের পরিবারের মধ্যে আলোচনা শুরু হয়। কিছু সময়ের মধ্যেই দুই ভাই ফের বিবাদে জড়িয়ে পড়েন। সেই সময় হারাধনকে বাঁশ দিয়ে বেধড়ক পেটাতে শুরু করেন খুড়তুতো ভাই পার্থ। তাকে বাঁচাতে গিয়ে এগিয়ে আসেন হারাধনের বাবা ও স্ত্রী।তারাও জখম হন। রক্তাক্ত হারাধনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

জানা গিয়েছে, গুরুতর জখম অবস্থায় মৃতের বাবা ও স্ত্রী বারাসত জেলা হাসপাতালে ভর্তি। তদন্তে নেমে পুলিশ রাতেই পার্থ মণ্ডল ও তার স্ত্রীকে গ্রেফতার করে। শনিবার তাদের দুজনকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ।

রাতে হারাধন মণ্ডল ও পার্থ মণ্ডলের পরিবারের মধ্যে আলোচনা শুরু হয়। কিছু সময়ের মধ্যেই দুই ভাই ফের বিবাদে জড়িয়ে পড়েন। সেই সময় হারাধনকে বাঁশ দিয়ে বেধড়ক পেটাতে শুরু করেন খুড়তুতো ভাই পার্থ। তাকে বাঁচাতে গিয়ে এগিয়ে আসেন হারাধনের বাবা ও স্ত্রী।তারাও জখম হন। রক্তাক্ত হারাধনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

জানা গিয়েছে, গুরুতর জখম অবস্থায় মৃতের বাবা ও স্ত্রী বারাসত জেলা হাসপাতালে ভর্তি। তদন্তে নেমে পুলিশ রাতেই পার্থ মণ্ডল ও তার স্ত্রীকে গ্রেফতার করে। শনিবার তাদের দুজনকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ।

 

Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...
Exit mobile version