ভাঙড়ে আক্রান্ত পুলিশ, জমি বিবাদ মেটাতে গিয়ে মার খেতে হল কনস্টেবলকে!

ভাঙড়ের পোলেরহাট এলাকায় (Polerhat, Bhangar) জমি সংক্রান্ত বিবাদ মেটাতে গিয়ে আক্রান্ত কনস্টেবল। অভিযুক্তদের ছিনিয়ে নিয়ে গেলেন স্থানীয়রা। ভাঙচুর করা হলো পুলিশের গাড়ি। গোটা ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গেছে।

রাজ্যের বুকে বারবার আক্রান্ত হতে হচ্ছে পুলিশকে। এবার ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। সূত্র মারফত জানা গেছে, পোলেরহাটের নাটাপুকুর এলাকার বাসিন্দা রসিদ মোল্লা, নাসিরুদ্দিন মোল্লা এবং জাহাঙ্গির মোল্লাদের মধ্যে জমিজমা সংক্রান্ত বিবাদ চলছিল। পুলিশ সেই ঝামেলা মেটাতে গেলে উল্টে স্থানীয়রা পুলিশের উপরেই চড়াও হয়। জমি সংক্রান্ত ঝামেলায় অভিযুক্তদের পুলিশ নিয়ে যেতে গেলে এক কনস্টেবলকে কিল, চড় ও ঘুসি মারা হয়। পাশাপাশি তাঁর হাত থেকে অভিযুক্তদের ছিনিয়ে নিয়ে যান স্থানীয়রা। এই ঘটনায় এখনও পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে বলে খবর।