Wednesday, August 27, 2025

বিশ্বভারতীর হেরিটেজ প্রাঙ্গনে জারি নিষেধাজ্ঞা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত বদলালেন নতুন উপাচার্য

Date:

বিশ্বভারতীর হেরিটেজ প্রাঙ্গন (heritage complex) জনসাধারণের জন্য খুলে দেওয়ার ঘোষণা করে উপাচার্য হিসেবে নিযুক্ত হওয়ার পরই নজর কাড়ার চেষ্টা করেছিলেন বিশ্বভারতীর (Visva-Bharati) বর্তমান উপাচার্য প্রবীর কুমার ঘোষ (Prabir Ghosh)। তবে ২৪ ঘণ্টার মধ্যেই সেই সিদ্ধান্ত বদলে ফেললেন তিনি। বিজ্ঞপ্তি জারি করে ফের বন্ধ করা হল হেরিটেজ এলাকায় সর্বসাধারণের প্রবেশ।

বিশ্বভারতীর উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পরে উপাচার্য প্রবীর কুমার ঘোষ সাংবাদিকদের সামনে জানিয়েছিলেন, বিশ্বভারতী (Visva-Bharati) প্রাঙ্গন এখন থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। শনিবার সেই সিদ্ধান্ত বদলে বিশ্বভারতীর পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হল, আগের নিয়ম অনুযায়ী শুধুমাত্র রবীন্দ্র ভবন (Rabindra Bhavan) প্রাঙ্গনে সর্বসাধারণের অবাধ যাতায়াতের অধিকার থাকবে।

তবে এবার অতিরিক্ত সংযোজন হিসাবে বিশ্বভারতী হেরিটেজ এলাকায় (heritage complex) ভ্রমনের সুযোগ থাকছে। তার জন্য বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিকের কাছে দুই সপ্তাহ আগে অনুমতি গ্রহণ করতে হবে।

২০২০ সালের আগে পর্যন্ত বিশ্বভারতীর (Visva-Bharati) পাঠভবন (Patha Bhavan) স্কুল ও অন্যান্য হেরিটেজ প্রাঙ্গণ দুপুর ২ টার পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হত। করোনা পরিস্থিতির পর থেকে সম্পূর্ণভাবে হেরিটেজ এলাকা সংরক্ষিত করে সর্বসাধারণের প্রবেশের অধিকার বন্ধ করে দেওয়া হয়। আপাতত উপাচার্য প্রবীর কুমার ঘোষ (Prabir Ghosh) পুরনো সিদ্ধান্তই বহাল রাখলেন। যার ফলে বুধ ও বৃহস্পতিবার ছাড়া রবীন্দ্র ভবনে সর্বসাধারণের অবাধ প্রবেশ থাকবে। বাকি অংশ সবার জন্য বন্ধ থাকবে।

Related articles

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...

নিউ টাউনে নাবালিকা ধর্ষণ – খুন! অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের 

নিউ টাউনের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত টোটো চালক সৌমিত্র রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল...
Exit mobile version