আমেরিকায় ভারতীয় বাবা-মেয়েকে গুলি করে খুন, ধৃত অভিযুক্ত

আমেরিকায় ভারতীয় তরুণী এবং তার বাবাকে গুলি করে খুনের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে, ভার্জিনিয়ায় এক আত্মীয়ের ডিপার্টমেন্টাল স্টোরে কাজ করতেন গুজরাটের বাসিন্দা উর্মি প্যাটেল (২৪) এবং তার বাবা প্রদীপ প্যাটেল (৫৬)। ছ’বছর আগে গুজরাট থেকে তারা ভার্জিনিয়ায় চলে গিয়েছিলেন।বৃহস্পতিবার সকালে বাবা-মেয়েকে দোকানে ঢুকে গুলি চালিয়ে দেন এক ব্যক্তি। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রৌঢ়ের। পরে হাসপাতালে মৃত্যু হয় তার কন্যার। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, ভার্জিনিয়ার অ্যাকোম্যাক কাউন্টিতে দোকান ছিল প্যাটেলদের। বৃহস্পতিবার সকালে সেখানে মদ কিনতে যান জর্জ ফ্রেজিয়ার ডেভন হোয়ারটন নামে এক ব্যক্তি। অভিযোগ, দোকানে ঢুকেই হম্বিতম্বি শুরু করেন তিনি। কেন আগের রাতে দোকান বন্ধ রাখা হয়েছিল, তা নিয়ে বাবা এবং মেয়ের সঙ্গে যুবকের বচসা শুরু হয়। এরপর আচমকা গুলি চালিয়ে দেন ওই ব্যক্তি। তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। ইতিমধ্যে ৪৪ বছর বয়সি ব্যক্তিকে জোড়া খুনের অভিযোগে গ্রেফতার করেছে ভার্জিনিয়ার পুলিশ।

প্রদীপ প্যাটেল, তার স্ত্রী হংসাবেন এবং তাদের মেয়ে উর্মি গুজরাটের মেহসানা জেলার বাসিন্দা। ছয় বছর আগে আমেরিকা যান তারা। এরপর তারা তাদের আত্মীয়, পরেশ প্যাটেলের মালিকানাধীন কনভেনিয়েন্স স্টোরে কাজ করছিলেন। ভার্জিনিয়ায় এক সাক্ষাৎকারে পরেশ প্যাটেল বলেন, মৃত দুজনেই তার পরিবারের সদস্য।তিনি বলেন, আমার খুড়তুতো ভাইয়ের স্ত্রী এবং তার বাবা দোকানে কাজ করছিলেন। একজন লোক এখানে এসে গুলি চালায়। আমি জানি না কী করব এরপর। প্রদীপ প্যাটেল এবং হংসাবেনের আরও দুই মেয়ে আছে, একজন কানাডায় থাকে, অন্যজন আহমেদাবাদে।

বিশ্বজুড়ে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। ভারতীয় সম্প্রদায়ের সদস্যরা নিহতদের জন্য প্রার্থনা করছেন, এবং হত্যার কারণ খুঁজে তদন্ত দ্রুততার সঙ্গে শেষ করার দাবি জানিয়েছেন।জোড়া খুনের ঘটনায় আমেরিকায় বসবাসরত ভারতীয় কমিউনিটির মাঝে আতঙ্ক কাজ করছে। কয়েক মাস আগে আমেরিকার নর্থ ক্যারোলিনাতে ৩৬ বছর বয়সী এক ভারতীয় বংশোদ্ভূত দোকানদারকে গুলি করে খুন করে ডাকাতরা।