আজ আইপিএল-এ ফের মহারণ। আইপিএলে আজ মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস । দুজনই পাঁচবার ট্রফি ঘরে তুলেছে। এবার কি ‘হেক্সা’ সম্পূর্ণ করে নতুন নজির গড়তে তৈরী দুই দল। আজ চিপকে মহেন্দ্র সিং ধোনিদের সিএসকে-র হোম ম্যাচ। মুম্বইয়ের নেতৃত্বে হার্দিক পান্ডিয়া। কিন্তু গত মরশুমে শেষ ম্যাচে মন্থর ওভাররেটের কারণে এবার প্রথম ম্যাচে নির্বাসিত। তাই মুম্বইকে নেতৃত্ব দেবেন ভারতীয় টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। তবে মূল আকর্ষণ সেই ধোনি বনাম রোহিত।

দু’জনের কেউ অধিনায়ক নন। আবার বিশ্বকাপ জিতে ভারতীয় টি-২০ দল থেকে অবসর নিয়েছেন রোহিতও। অপর দিকে ধোনির এটাই শেষ আইপিএল মনে হচ্ছে অনেকের কাছে। সেই ইঙ্গিতও দিয়েছেন মাহি। রোহিত তাঁর বিগ হিটিংয়ে আইপিএল মাতানোর চেষ্টা করবেন। আর ম্যাজিশিয়ান মাহি নিশ্চয় তাঁর মিডাস টাচে মন্ত্রমুগ্ধ করবেন ভক্তদের। তবে ক্রিকেটীয় বিশ্লেষণে চিপকে পাল্লা ভারী ধোনির দলেরই। সিএসকে তাদের স্পিন-নির্ভর আক্রমণেই ভরসা রাখতে পারে চিপকের সম্ভাব্য ঘূর্ণি উইকেটে। রবীন্দ্র জাদেজা তো ছিলেনই। এবার তাঁর সঙ্গে জুটি বাঁধবেন ঘরের ছেলে সেই রবি অশ্বিন। সঙ্গে নুর আহমেদ, শ্রেয়স গোপাল, দীপক হুডারা রয়েছেন।

মুম্বইয়ের স্পিন বিভাগকে নেতৃত্ব দেবেন সিএসকে-র প্রাক্তনী কিউয়ি স্পিনার মিচেল স্যান্টনার। তবে জসপ্রীত বুমরার না থাকা সমস্যায় ফেলতে পারে মুম্বইকে। এখন দেখার, মহরতে বাজিমাত করে কে!

আরও পড়ুন- ইডেনে ফিরছে টেস্ট, ৬ বছর পর ফের টেস্ট ক্রিকেট ক্রিকেটের নন্দনকাননে


–


–

–

–

–
–

–

–
–