Sunday, November 2, 2025

অসাধু চক্রের চাপে সুদে টাকা ধার করে একাধিক পরিবার সর্বনাশের মুখে পড়েছে। প্রাণও গিয়েছে অনেকের। এবার ধার (loan) করা টাকার প্রায় পাঁচ গুণ টাকা শোধ করতে গিয়ে স্ত্রীর কিডনি (kidney) বিক্রি করে দিলেন উত্তর চব্বিশ পরগণার এক যবুক। ঘটনায় পুলিশে অভিযোগ দায়েরের পরে তদন্তে অশোকনগর থানা পুলিশ (Ashoknagar police)। এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

উত্তর চব্বিশ পরগণার অশোকনগরের (Ashoknagar) এক যুবক পরিবারের আর্থিক সংকটে স্থানীয় বিকাশ ঘোষ নামে এক ব্যক্তির থেকে ৬০ হাজার টাকা ধার (loan) নিয়েছিলেন। সেই টাকার সুদ (interest) হিসাবে ১ লক্ষ ২০ হাজার টাকা শোধ করেন তিনি। তারপরেও টাকার জন্য চাপ দেয় সুদখোর বিকাশ। দাবি করে আরও ৩ লক্ষ ২০ হাজার টাকা।

কিন্তু ততদিনে সব হারিয়ে নিঃস্ব যুবক কোনওভাবেই টাকা শোধ করতে পারবেন না, বুঝতে পেরে এবার কিডনি (kidney) বিক্রির পথ দেখায় বিকাশ। শেষে যুবকের স্ত্রীর সঙ্গে হাসপাতালে যোগাযোগ করে যবুতীর একটি কিডনি বিক্রিও (kidney racket) করে দেওয়া হয়। তা থেকে ৫ লক্ষ টাকা পাওয়ার কথা ছিল। এই পরিস্থিতিতে যুবকের কিডনি বিক্রিতে আরও চাপ বাড়ায় বিকাশ। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয় সে।

অভিযোগ পেয়ে কার্যত শিউরে ওঠে অশোকনগর থানা (Ashokenagar police station)। একদিকে সুদে টাকা ধার দেওয়ার অসাধু চক্র, অন্যদিকে কিডনি বিক্রির চক্রের (kidney racket) খোঁজ শুরু হয়। তদন্তে নেমে বিকাশকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে কিডনি পাচার চক্রের খোঁজ চালানো হচ্ছে। স্ত্রীর কিডনি বিক্রি করে সর্বহারা যুবকের দাবি, আর কোনও পরিবার যাতে তার মতো সুদে টাকা ধার করে দুর্ভাগ্যের শিকার না হয়, তাই পুলিশের দ্বারস্থ হয় সে। ইতিমধ্যেই অনেক পরিবার এই সুদচক্রের শিকার বলেও জানায় সে।

Related articles

বৃষ্টির ভ্রুকূটির মাঝেই পারদ পতন! রাজ্যে অফিসিয়াল শীতের আগমন কবে 

নিম্নচাপের জেরে সারা বছর রাজ্যে বৃষ্টির যন্ত্রণা সহ্য করতে হয় বাঙালিকে। বর্ষা (Monsoon) বিদায় নিলেও অকাল বর্ষণের কারণে...

সাহস থাকলে কোর্টে চলুন, ‘গদ্দার’ শুভেন্দুকে কড়া চ্যালেঞ্জ পার্থর

কথায়-কথায় কোর্টে গিয়ে মামলা করা বিরোধী দলনেতা গদ্দার অধিকারীকে পানিহাটির প্রদীপ কর (Pradip Kar) ইস্যুতে কড়া চ্যালেঞ্জ জানালেন...

হ্যালো মিস্টার খান, আজ থেকে আপনি সিনিয়র সিটিজেন!

দিল্লি থেকে মুম্বই আসার জন্য ট্রেনের টিকিট কাটতে পারেননি তিনি, আজ সেই মানুষটাকে দেখতে কয়েকশো কোটি টাকার টিকিট...

বিহারে লালু-ঘনিষ্ঠ নেতার মৃত্যুতে গ্রেফতার জেডিইউ প্রার্থী

ভোটের প্রচারে সরবরাহ বিহার (Bihar Assembly Election)। শাসকবিরোধী সব রাজনৈতিক দলই রাস্তায় নেমে নিজের ও দলের কাজকর্মের কথা...
Exit mobile version