Thursday, August 21, 2025

অসাধু চক্রের চাপে সুদে টাকা ধার করে একাধিক পরিবার সর্বনাশের মুখে পড়েছে। প্রাণও গিয়েছে অনেকের। এবার ধার (loan) করা টাকার প্রায় পাঁচ গুণ টাকা শোধ করতে গিয়ে স্ত্রীর কিডনি (kidney) বিক্রি করে দিলেন উত্তর চব্বিশ পরগণার এক যবুক। ঘটনায় পুলিশে অভিযোগ দায়েরের পরে তদন্তে অশোকনগর থানা পুলিশ (Ashoknagar police)। এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

উত্তর চব্বিশ পরগণার অশোকনগরের (Ashoknagar) এক যুবক পরিবারের আর্থিক সংকটে স্থানীয় বিকাশ ঘোষ নামে এক ব্যক্তির থেকে ৬০ হাজার টাকা ধার (loan) নিয়েছিলেন। সেই টাকার সুদ (interest) হিসাবে ১ লক্ষ ২০ হাজার টাকা শোধ করেন তিনি। তারপরেও টাকার জন্য চাপ দেয় সুদখোর বিকাশ। দাবি করে আরও ৩ লক্ষ ২০ হাজার টাকা।

কিন্তু ততদিনে সব হারিয়ে নিঃস্ব যুবক কোনওভাবেই টাকা শোধ করতে পারবেন না, বুঝতে পেরে এবার কিডনি (kidney) বিক্রির পথ দেখায় বিকাশ। শেষে যুবকের স্ত্রীর সঙ্গে হাসপাতালে যোগাযোগ করে যবুতীর একটি কিডনি বিক্রিও (kidney racket) করে দেওয়া হয়। তা থেকে ৫ লক্ষ টাকা পাওয়ার কথা ছিল। এই পরিস্থিতিতে যুবকের কিডনি বিক্রিতে আরও চাপ বাড়ায় বিকাশ। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয় সে।

অভিযোগ পেয়ে কার্যত শিউরে ওঠে অশোকনগর থানা (Ashokenagar police station)। একদিকে সুদে টাকা ধার দেওয়ার অসাধু চক্র, অন্যদিকে কিডনি বিক্রির চক্রের (kidney racket) খোঁজ শুরু হয়। তদন্তে নেমে বিকাশকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে কিডনি পাচার চক্রের খোঁজ চালানো হচ্ছে। স্ত্রীর কিডনি বিক্রি করে সর্বহারা যুবকের দাবি, আর কোনও পরিবার যাতে তার মতো সুদে টাকা ধার করে দুর্ভাগ্যের শিকার না হয়, তাই পুলিশের দ্বারস্থ হয় সে। ইতিমধ্যেই অনেক পরিবার এই সুদচক্রের শিকার বলেও জানায় সে।

Related articles

কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম...

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...
Exit mobile version