Sunday, November 2, 2025

অসাধু চক্রের চাপে সুদে টাকা ধার করে একাধিক পরিবার সর্বনাশের মুখে পড়েছে। প্রাণও গিয়েছে অনেকের। এবার ধার (loan) করা টাকার প্রায় পাঁচ গুণ টাকা শোধ করতে গিয়ে স্ত্রীর কিডনি (kidney) বিক্রি করে দিলেন উত্তর চব্বিশ পরগণার এক যবুক। ঘটনায় পুলিশে অভিযোগ দায়েরের পরে তদন্তে অশোকনগর থানা পুলিশ (Ashoknagar police)। এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

উত্তর চব্বিশ পরগণার অশোকনগরের (Ashoknagar) এক যুবক পরিবারের আর্থিক সংকটে স্থানীয় বিকাশ ঘোষ নামে এক ব্যক্তির থেকে ৬০ হাজার টাকা ধার (loan) নিয়েছিলেন। সেই টাকার সুদ (interest) হিসাবে ১ লক্ষ ২০ হাজার টাকা শোধ করেন তিনি। তারপরেও টাকার জন্য চাপ দেয় সুদখোর বিকাশ। দাবি করে আরও ৩ লক্ষ ২০ হাজার টাকা।

কিন্তু ততদিনে সব হারিয়ে নিঃস্ব যুবক কোনওভাবেই টাকা শোধ করতে পারবেন না, বুঝতে পেরে এবার কিডনি (kidney) বিক্রির পথ দেখায় বিকাশ। শেষে যুবকের স্ত্রীর সঙ্গে হাসপাতালে যোগাযোগ করে যবুতীর একটি কিডনি বিক্রিও (kidney racket) করে দেওয়া হয়। তা থেকে ৫ লক্ষ টাকা পাওয়ার কথা ছিল। এই পরিস্থিতিতে যুবকের কিডনি বিক্রিতে আরও চাপ বাড়ায় বিকাশ। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয় সে।

অভিযোগ পেয়ে কার্যত শিউরে ওঠে অশোকনগর থানা (Ashokenagar police station)। একদিকে সুদে টাকা ধার দেওয়ার অসাধু চক্র, অন্যদিকে কিডনি বিক্রির চক্রের (kidney racket) খোঁজ শুরু হয়। তদন্তে নেমে বিকাশকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে কিডনি পাচার চক্রের খোঁজ চালানো হচ্ছে। স্ত্রীর কিডনি বিক্রি করে সর্বহারা যুবকের দাবি, আর কোনও পরিবার যাতে তার মতো সুদে টাকা ধার করে দুর্ভাগ্যের শিকার না হয়, তাই পুলিশের দ্বারস্থ হয় সে। ইতিমধ্যেই অনেক পরিবার এই সুদচক্রের শিকার বলেও জানায় সে।

Related articles

বাংলাকে কালি মাথাতে গিয়ে পোল খুলল বেহাল আমেদাবাদের: ডিলিট BJP-র পোস্ট!

অপপ্রচারের রাজনীতি বিজেপির স্বতঃসিদ্ধ। একাধিক ঘটনায় এই অপপ্রচার করতে গিয়ে দলের মুখ পুড়িয়েছে বিজেপির আইটি সেল (IT cell)।...

‘পাবলো নেরুদার মৃত্যু’, উৎপল সিনহার কলম 

কয়েক হাজার মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন যিনি , তাঁর নিজের মৃত্যু নিয়ে ধোঁয়াশা আজও কাটে নি । ১৯৭৩ সালের ১৯...

দলে বদল ঘটিয়ে সুন্দর জয় ভারতের, প্রত্যাবর্তনের ম্যাচে দাপট অর্শদীপের

দলে বদল ঘটিয়েই জয়ে ফিরল ভারত(India)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি২০(T20) ম্যাচে ৫ উইকেটে  জয় পেল ভারত। সিরিজের ফল...

রবিবাসরীয় বিহার ভোট প্রচার জমজমাট: পুকুরে সাঁতরে নজরে রাহুল

নির্বাচনের আগে শেষ রবিবার। ফলে স্বাভাবিকভাবেই উত্তপ্ত বিহারের রাজনীতি। একদিকে রাজ্যে প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ।...
Exit mobile version