Monday, August 25, 2025

কেন্দ্রীয় রিপোর্টে বাংলায় সুলভে খাদ্যশস্য-সবজি, মূল্যবৃদ্ধি রুখতে ব্যর্থ ডাবল ইঞ্জিন রাজ্যগুলি

Date:

বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় মানুষ অনেক সুলভে পাচ্ছেন খাদ্যশস্য ও সবজি। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে সুফল বাংলা স্টলে সুলভ মূল্যে খাদ্যশস্য এবং সবজি বিক্রির ব্যবস্থা করেছে রাজ্য সরকার। কেন্দ্রীয় রিপোর্ট বলছে, বাংলা অনেক ভালো জায়গায় রয়েছে। মূল্যবৃদ্ধি রুখতে শোচনীয়ভাবে ব্যর্থ ডাবল ইঞ্জিন রাজ্যগুলিই। সিংহভাগ বিজেপি-এনডিএ শাসিত রাজ্যেই মূল্যবৃদ্ধির হার জাতীয় গড়ের থেকে অনেক বেশি।

সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টে দেখা যাচ্ছে, দেশের ১৩টি রাজ্যের গ্রামাঞ্চলে মূল্যবৃদ্ধির হার শোচনীয়। এই ১৩টি রাজ্যের মধ্যে আটটি বিজেপি ও এনডিএ শাসিত। বাকি পাঁচটি রাজ্য হল জম্মু-কাশ্মীর, কেরল, পাঞ্জাব, তামিলনাড়ু ও কর্নাটক। সেই তুলনায় বাংলা রয়েছে অনেক ভালো জায়গায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মা-মাটি-মানুষের সরকার বাংলার গ্রামাঞ্চলের মানুষকে সস্তায় খাদ্যশস্য ও সবজি দিতে সক্ষম হচ্ছে। কেন্দ্রীয় সরকারি রিপোর্টেই উঠে এসেছে এই তথ্য। এমনকী শহরাঞ্চলেও মানুষকে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে স্বস্তি দিতে সক্ষম হয়েছে বাংলার সরকার।

সম্প্রতি মূল্যবৃদ্ধির হার নিয়ে রিপোর্ট প্রকাশ করে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ব্যাঙ্কের গ্রুপ চিফ ইকোনমিক অ্যাডভাইসার সৌম্যকান্তি ঘোষের নেতৃত্বে সমীক্ষার ভিত্তিতে তৈরি করা হয় রিপোর্ট। সেই রিপোর্ট বলছে, ফেব্রুয়ারি মাসে দেশের গ্রামাঞ্চলে সার্বিক মূল্যবৃদ্ধির হার ছিল ৩.৭৯ শতাংশ। এই জাতীয় হারকে টপকে গিয়েছে সিংহভাগ ডাবল ইঞ্জিন রাজ্য। গোয়ার গ্রামাঞ্চলে মূল্যবৃদ্ধির হার ছিল ৬.২ শতাংশ। ছত্তিশগড় (৫.৬), মধ্যপ্রদেশ (৪.১), ওড়িশা (৪.৩), হরিয়ানা (৪.৫), বিহার (৪.৩), উত্তরপ্রদেশ (৩.৮) এবং পুদুচেরি (৪.২)। সেই হিসেবে পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে ফেব্রুয়ারি মাসে মূল্যবৃদ্ধির হার ছিল ৩.১ শতাংশ।

এই মূল্য বৃদ্ধির হার জাতীয় গড়ের থেকে অনেকটা কম। সার্বিকভাবে অর্থাৎ গ্রাম ও শহর মিলিয়ে গোটা দেশে মূল্যবৃদ্ধির হার ৩.৬১ শতাংশ। এক্ষেত্রে এগিয়ে বাংলা। বাংলার মূল্যবৃদ্ধি হার জাতীয় ঘরের থেকে কম ৩.১ শতাংশ। এই তালিকায় শীর্ষে রয়েছে বামশাসিত কেরল (৭.১ শতাংশ)। পশ্চিমবঙ্গের শহরাঞ্চলে মূল্যবৃদ্ধির হার অপেক্ষাকৃত একটু বেশি। সর্বাপেক্ষা বেশি ডাবল ইঞ্জিন রাজ্য মধ্যপ্রদেশে। সেখানে মূল্যবৃদ্ধির হার ৯.৬ শতাংশ।

 

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version