Saturday, August 23, 2025

কলকাতা-লন্ডন সরাসরি উড়ান, বিশ্ব বাংলার স্টল: ভারতীয় হাই কমিশনে দাবি মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কুণাল ঘোষ, সফরসঙ্গী

মাত্র ৮ ঘণ্টার যাত্রাপথ। ব্রেক জার্নির ফলে সেটা ১৮ ঘণ্টা লাগল। সোমবার স্থানীয় সময় সন্ধেয় লন্ডনে ভারতীয় হাই কমিশনে বসে এই কথা উল্লেখ করে সরাসরি লন্ডন-কলকাতা (London-Kolkata) বিমান পরিষেবার দাবি জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তিনি বলেন, লন্ডনের (London) থেকে বাংলা বেশি দূরে নয়। কিন্তু একটা সরাসরি বিমান চাই। একইসঙ্গে বিশ্ব বাংলার স্টল করার দাবিও জানান মুখ্যমন্ত্রী। নিজের আঁকা ছবি তুলে দেন ভারতীয় হাই কমিশনারের হাতে।

বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের জেরে হিথরো বিমানবন্দরে বিমান চলাচল সাময়িক বন্ধ করা হয়। ফলে মুখ্যমন্ত্রীর লন্ডন সফরের সময়ের কিছুটা পরিবর্তন হয়। শনিবার সন্ধেয় কলকাতা বিমানবন্দর থেকে যাওয়ার আগেই লন্ডন-কলকাতা (London-Kolkata) সরাসরি বিমান পরিষেবার প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। তবে এদিন খাস লন্ডন শহরে বসে ভারতীয় হাই কমিশনের সৌজন্য বৈঠকে সরাসরি উড়ানের দাবি জানালেন বাংলার মুখ্যমন্ত্রী। বললেন, “আমি চাই লন্ডন থেকে কলকাতা সরাসরি উড়ান চালু হোক। কারণ কলকাতার সঙ্গে লন্ডনের দূরত্ব কিন্তু বেশি নয়। মাত্র ৮ ঘণ্টা। ব্রেক জার্নির ফলে সেটা ১৮ ঘণ্টা লাগল!”

মমতার কথায়, “বাংলা বেশি দূরে না। কিন্তু লন্ডন থেকে একটা সরাসরি বিমান হলে খুব ভালো হয়। আমি ইউকের অ্যাম্বাস্যাডরকে বলব যদি বিষয়টা দেখেন। আগে ব্রিটিশ এয়ারওয়েজ ছিল। এখন সরাসরি বিমান পরিষেবা চালু হলে সুবিধা হবে।”

হিথরোর ঘটনার জন্য সফর নিয়ে উদ্বেগের কথা এদিন উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, সরাসরি বিমান পরিষেবা চালু হলে সময় পরিশ্রম দুই বাঁচবে। মুখ্যমন্ত্রীর এই দাবিকে হাততালি দিয়ে সমর্থন করেন উপস্থিত অনেকেই।

লন্ডনে ভারতীয় হাই কমিশনার বিক্রম ডোরাইস্বামীর হাতে নিজের আঁকা ছবি তুলে দেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে বিশ্ববাংলা স্টল করারও দাবি জানান বাংলার মুখ্যমন্ত্রী তার কথায়, এটা শুধুমাত্র একটা বিপণি নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বাংলার কৃষ্টি-সংস্কৃতি। ডোকরা থেকে শুরু করে টেরাকোটা- বাংলার নানা শিল্পকর্মের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। ভারতীয় হাই কমিশনার বিক্রম ডোরাইস্বামীর হাতে নিজের আঁকা ছবি তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

spot_img

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...