Tuesday, December 23, 2025

দক্ষিণ কলকাতায় জেলা বিজেপিতে চরম গোষ্ঠীদ্বন্দ্ব! নেতার মুখে মাখানো হল কালি

Date:

Share post:

দিল্লির নেতারা যতই বলুন, বঙ্গ বিজেপিতে (BJP) গোষ্ঠীকোন্দল অব্যাহত। দক্ষিণ কলকাতার জেলা সভাপতির বিরুদ্ধে টাকা ও মূল্যবান সামগ্রীর বদলে পদ পাইয়ে দেওয়ার অভিযোগ তুলে পোস্টারের পরে এবার বিজেপি সভায় চেয়ার ছোড়াছুড়ি, নেতার মুখে মাখানো হল কালি।

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বঙ্গ বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে আসছে। সম্প্রতি হুগলি, বসিরহাট, বাঁকুড়ার পরে খাস দক্ষিণ কলকাতায় (South Kolkata) জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য (Anupom Bhattacharya) ও জেলার জেনারেল সেক্রেটারি জিতেন্দ্র সিং-এর ছবি দিয়ে অজস্র পোস্টার পড়ে। সেই হেন  অনুপম ভট্টাচার্যকে রবিবার ঠাকুরপুকুরের আনন্দনগর বাজার এলাকায় সংবর্ধনার দেোয়ার ব্যবস্থা করা হয়। সেখানে শুরু হয় আদি-নব্যর লড়াই। গেরুয়া শিবিরের বিক্ষুদ্ধ গোষ্ঠীর কর্মীরা গিয়ে অনুপমের বিরুদ্ধে নানা অশালীন মন্তব্য করেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি শুরু হয়। শেষে চেয়ার ছোড়াছুড়িও হয়। সেই ভিডিও স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়। যদিও ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি ‘বিশ্ববাংলা সংবাদ’।

পরিস্থিতি গরম হতেই বিক্ষুদ্ধদের হাত থেকে দক্ষিণ কলকাতার বিজেপি জেলা সভাপতিকে বাঁচাতে এগিয়ে যান মণ্ডল সভাপতি। তাঁকে ধরেই মুখে কালি মাখিয়ে দেন বিজেপিরই বিক্ষুব্ধ গোষ্ঠী। পরিস্থিতি সামল গিয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে অনুপমের (Anupom Bhattacharya) তরফে পুলিশে অভিযোগও দায়ের করা হয়েছে।

বিজেপির (BJP) গোষ্ঠী কোন্দল নতুন ঘটনা নয়। বঙ্গ বিজেপি শীর্ষ নেতৃত্ব শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষদের আলাদা লবি। তাঁদের অনুগামীদের মধ্যে প্রায়ই দ্বন্দব লেগেছে থাকে। এর পাশাপাশি আছে, মণ্ডল সভাপতি, জেলা সভাপতি, বিধায়ক, সাংসদদের মধ্যে কোন্দল। সব মিলেয়ে বঙ্গে পদ্মবনে ঝড় ওঠে প্রায়ই। আর তাতেই নয়া সংযোজন এই পোস্টার-কাণ্ড। দক্ষিণ কলকাতার জেলা নেতৃত্বর বিরুদ্ধে টাকার বিনিময়ে পদ পাইয়ে দেওয়ার অভিযোগে শহরজুড়ে পোস্টার (Poster) পড়ে। এবার একেবারে হাতাহাতি। যা নিয়ে তীব্র কটাক্ষ করেছে শাসকদল তৃণমূল।  তাদের কথায়, নিজেদের ঘর সামলাতে পারে না, এর আবার না কি বাংলা চালাবে!

spot_img

Related articles

৫৬ দিনে সামশেরগঞ্জের ঘটনায় সাজা: কোন কোন তথ্য পেশ, স্পষ্ট করল পুলিশ

দেশে গণপিটুনি দ্বিতীয় সাজার নজরি রাখল বাংলার পুলিশ। রাজ্য পুলিশের একাধিক বিভাগের সমন্বয়ে মঙ্গলবার সামশেরগঞ্জের (Samsherganj) জাফরাবাদের গণপিটুনিতে...

বিপাকে গেরুয়া রাজ্যের পুলিশ! থানায় ঢুকে চিৎকার ‘মৃত’ যুবকের 

মৃত বলে নথিভুক্ত হওয়ার প্রায় দেড় মাস পর থানায় ঢুকে চেয়ার টেনে বসে পড়লেন এক যুবক। পুলিশের উদ্দেশে...

ধর্ষককে জেলমুক্তি! উন্নাও ধর্ষণে ফের জামিনে ‘পুরষ্কৃত’ বিজেপি নেতা

বাংলায় একটি নারী নির্যাতনের ঘটনা হলে দ্রুত তদন্ত ও বিচার প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীকে শাস্তির আওতায় আনা হয়। এমনকি...

বিনা অনুমতিতে ব্যবহার করা যাবে না মাধবনের নাম, ছবি: দিল্লি হাইকোর্ট 

সেলিব্রিটিদের নাম, ছবি, কন্ঠস্বর মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় এবং বেশিরভাগ ক্ষেত্রেই বিনা অনুমতিতেই ব্যবহার করা...