বাবা হলেন ভারতীয় ক্রিকেটার কে এল রাহুল, কন্যা সন্তানের জন্ম দিলেন আথিয়া

বাবা হলেন ভারতীয় ক্রিকেটার কে এল রাহুল। এদিন কন্যা সন্তানের জন্ম দিলেন রাহুলের স্ত্রী আথিয়া শেট্টি। সন্ধ্যায় নিজের সোষ্যাল মিডিয়ায় এমনটাই জানান টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ব্যাটার।

সোমবার সন্ধ্যায় দু’জনেই একই ছবি পোস্ট করে কন্যা সন্তান হওয়ার খবর দিয়েছেন রাহুল-আথিয়া । লেখেন, কন্যা সন্তানের জন্ম হয়েছে। ২৪/০৩/২০২৫। ২০১৯ সালে একে অপরকে মন দিয়েছিলেন রাহুল ও আথিয়া। রাহুল-আথিয়ার প্রেম পরিণতি পায় ২০২৩ সালের ২৩ জানুয়ারি। গত বছরের নভেম্বর মাসে তারকা দম্পতি ঘোষণা করেন নতুন অতিথি আসার খবর দেন। আর এদিন কন্যা সন্তানের জন্ম দেন আথিয়া।

আজই আইপিএল-এর অভিযান শুরু দিল্লি ক্যাপিটালস। তবে সন্তান সম্ভাবনা স্ত্রীর পাশে থাকতে প্রথম ম্যাচ থেকে ছুটি নেন রাহুল ।

আরও পড়ুন- জামিন পেলেন বিরাট ভক্ত ঋতুপর্ণ পাখিরা