পূর্ব ভারতের সেরা গবেষণা প্রতিষ্ঠান মেডিক্যাল কলেজ, স্বীকৃতি আইসিএমআর-এর

পূর্ব ভারতের সেরা চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল কলকাতা মেডিক্যাল কলেজ। কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা আইসিএমআর এই স্বীকৃতি প্রদান করেছে রাজ্যের অন্যতম সেরা এই প্রতিষ্ঠানকে। মেডিক্যাল কলেজের পরেই স্থান পেয়েছে এসএসকেএম হাসপাতাল বা পিজি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান এই সুখবর।

মুখ্যমন্ত্রী লেখেন, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালকে পূর্ব ভারতের সেরা গবেষণা প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করেছে , তা জেনে আমি খুবই খুশি। দ্বিতীয় স্থানে রয়েছে এসএসকেএম হাসপাতাল। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। তিনি আরও লেখেন, আমি সবসময় বিশ্বাস করি যে, বাংলায় দেশের অন্যতম সেরা স্বাস্থ্য পরিকাঠামো রয়েছে, যা সবার জন্য একটি মডেল। এই স্বীকৃতি শুধুমাত্র আমাদের স্বাস্থ্যসেবা ব্যবস্থার প্রতি আমার বিশ্বাসকে পুনর্ব্যক্ত করে। জয় বাংলা! দেশের মধ্যে ৮০টি মেডিক্যাল কলেজকে আইসিএমআর সাহায্য করে থাকে। ২০ ও ২১ মার্চ মেডিক্যাল কলেজগুলিকে নিয়ে মিটিং ছিল দিল্লিতে। সেখানেই সিদ্ধান্ত হয়, পূর্ব ভারতের সেরা কলকাতা মেডিক্যাল কলেজ।

গত বছর গবেষণার কাজের জন্য মূলত এই স্বীকৃতি প্রদান করা হয়েছে। মোট কতগুলি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে, সেগুলি কোথায় কোথায় প্রকাশিত হয়েছে এবং কতজন চিকিৎসক অংশগ্রহণ করেছেন— এই বিষয়গুলি বিবেচনা করে সেরার শিরোপা উঠেছে মেডিক্যাল কলেজের মাথায়। সারা ভারতের বিভিন্ন মেডিক্যাল কলেজের মধ্যে কলকাতা মেডিক্যাল কলেজের প্রাপ্ত নম্বর পূর্ব ভারতের সর্বোচ্চ।

আরও পড়ুন- রাজ্য জুড়ে হইচই, ওড়িশার বিভিন্ন জায়গায় মিলছে তাল তাল সোনার খোঁজ!

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_