Tuesday, November 11, 2025

বিচার ব্যবস্থার কী করুণ অবস্থা! বিচারপতির বাড়ি থেকে টাকা উদ্ধারে কটাক্ষ অভিষেকের

Date:

দিল্লি হাই কোর্টের বিচারপতির বাড়ি থেকে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার। তার পরেও নামেনি শাস্তির খাঁড়া! এই নিয়ে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল (TMC) সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার, লোকসভা থেকে বেরিয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তরে তৃণমূল সাংসদ বলেন, মানুষের এটা দেখা উচিত। ন্যায়বিচার যাঁরা করবেন, তাঁদের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছে।

দোলের দিন আগুন লাগার ঘটনায় প্রকাশ্যে আসে দিল্লি হাই কোর্টের (Delhi High Court) বিচারপতি যশবন্ত ভার্মার বাড়িতে ব্যাপক নগদ টাকা মজুদ থাকার ঘটনা। রবিবারে দিল্লিতে যায় সুপ্রিম কোর্টের প্রধানবিচারপতি গঠিত ৩ সদস্যের তদন্তকারী দল। এরপর স্থানীয় বাসিন্দারা রবিবার বিচারপতির বাড়ির বাইরের বাগান থেকে ছেঁড়া নোটের অংশ উদ্ধার করেন। সেগুলিও তদন্ত কমিটিকে জানানো হয়। এরপরেও গোটা বিষয়টাকে চক্রান্ত বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা দিল্লি হাইকোর্টের বিচারপতির। তবে এই ইস্যুতে কোনওভাবেই পিছিয়ে আসতে নারাজ বিরোধীদলগুলি। সোমবার রাজ্যসভায় মুলতুবি প্রস্তাব আনলেন মল্লিকার্জুন খাড়গে। যার জেরে বৈঠক ডাকেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়।
আরও খবরযোগীর ‘বুলডোজার নীতি’ এবার মহারাষ্ট্র, গুঁড়িয়ে গেল নাগপুর হিংসায় অভিযুক্তের বাড়ি

এদিন সংসদ থেকে বেরতেই এই বিষয়টি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন অভিষেককে (Abhishek Banerjee)। উত্তরে তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, মানুষ দেখুক, যাঁদের হাতে বিচার ব্যবস্থার রাশ রয়েছে, তাঁদের বাড়ি থেকে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার হচ্ছে। এটাই প্রমাণ করে, বিচার ব্যবস্থার কী করুণ অবস্থা!

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version