Thursday, November 6, 2025

বেলগাছিয়ায় ক্ষতিগ্রস্ত ৯৬ পরিবারকেই ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ঘর করে দেওয়া হবে: ফিরহাদ

Date:

হাওড়া বেলগাছিয়া-কাণ্ডে ৯৬টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানালেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।শুধুমাত্র তাই নয়, ৯৬টি পরিবারকেই ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ঘর করে দেওয়া হবে বলে মঙ্গলবার জানান কলকাতার মেয়র। বেলগাছিয়ায় ভাগাড়ে (Dumpyard Landslide) ধস নিয়ে মঙ্গলবার বৈঠক করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।এরই পাশাপাশি, হাওড়ার ৬৬টি ওয়ার্ড ও বালির ১৬টি ওয়ার্ডে কেএমডিএর তরফে রাস্তা ও নিকাশির ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানালেন ফিরহাদ হাকিম। এদিন মন্ত্রী আরও জানান, এখানে ১০০ বছরেরও বেশি সময় ধরে জঞ্জালের পাহাড় জন্মেছে। তা থেকেই ধস নেমেছে।

পুরমন্ত্রী জানান, বিপজ্জনক অঞ্চলগুলিতে শিট পাইলিংয়ের কাজ খুব তাড়াতাড়ি শুরু করা হবে। যেসব এলাকায় বর্জ্য জমা হয়েছে, সেগুলি ট্রাকে করে অন্যত্র নিয়ে গিয়ে প্রসেসিংয়ের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। মঙ্গলবার দুপুরে বেলগাছিয়া ভাগাড়ের ক্ষতিগ্রস্ত গৃহহীন বাসিন্দাদের সঙ্গে প্রশাসনের বৈঠক হয়। যাদের বাড়িতে ফাটল দেখা দিয়েছে তাদের ১৫ দিনের জন্য অন্যত্র নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য বলা হয়েছে। হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ বিশপ সরকার জানিয়েছেন, ওই সময়ের মধ্যে বাড়িগুলি মেরামত করে দেওয়া হবে।বৈঠকে উপস্থিত ছিলেন ভূমি এবং রাজস্ব দফতরের অতিরিক্ত জেলাশাসক, হাওড়া সদরের এসডিও সহ পুলিশ কর্তারা।

মাটি পরীক্ষা এবং নিকাশি নালার কাজ যাতে শেষ করা যায় তার ব্যবস্থা করা হবে। এদিকে ক্ষতিগ্রস্ত বাসিন্দারা জানিয়েছেন, সরকার যদি ওই জায়গাতেই তাদের থাকার ব্যবস্থা করে দেয় তাতেই তারা খুশি। তারা চাইছেন দ্রুত তাদের ঘর সারিয়ে দেওয়া হোক।

এদিকে, জঞ্জালের চাপ হাওড়া থেকে সরিয়ে কলকাতা ও হুগলির বৈদ্যবাটিতে নিয়ে যাবে প্রশাসন।হাওড়া থেকে আসা বর্জ্য আপাতত ধাপার জৈব সার কারখানায় ফেলা হবে। সেখানে জঞ্জাল পুনর্নবীকরণের কাজ হবে।এছাড়াও হাওড়ার বাকি ২৫০ টন বর্জ্য আপাত ফেলা হবে বৈদ্যবাটি পুরসভায়। বেলগাছিয়ার ভাগাড় কেটে মাঠ করে দেওয়া হবে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম।

 

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version