Monday, November 3, 2025

ফের পিছিয়ে গেল  ডিএ মামলার শুনানি। ডিএ মামলার পরবর্তী শুনানি ২২ এপ্রিল। মঙ্গলবার দেশের শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি মনোজ মিশ্রর এজলাসে এই মামলার শুনানির কথা থাকলেও সময়ের অভাবে এই শুনানি শেষ করা যায়নি৷এদিনের শুনানিতে রাজ্য সরকারের তরফে সওয়াল করেন বর্ষীয়ান আইনজীবী অভিষেক সিংভি। তিনি দাবি করেন, রাজ্য সরকারের কর্মীদের ডিএ দেওয়া হয়েছে৷ রাজ্য সরকারের নির্ধারিত নীতিতেই এতদিন ডিএ পেয়ে এসেছেন তারা৷এরা চাইছেন কেন্দ্রীয় সরকারি হারে ডিএ৷ কর্মীরা এই দাবি করতে পারেন না৷ কেউ বলতে পারে না যে, ডিএ তাদের মৌলিক অধিকার৷  রাজ্য সরকারের ৪০,০০০ কোটি টাকার বাড়তি বোঝার কথাও ভাবতে হবে৷

অভিষেক সিংভির এই সওয়াল শোনার পরে বিচারপতি সঞ্জয় কারোল জানান, এপ্রিল মাসের ২২ তারিখে হবে এই মামলার পরবর্তী শুনানি৷ সুপ্রিম কোর্টে এবার নিয়ে মোট ১২ বার পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি৷  এর আগে বিচারপতি ঋষিকেশ রায়ের নেতৃত্বাধীন বেঞ্চে শুনানির দিন ছিল ৭ জানুয়ারি৷ সেদিনও সময়ের অভাবে শুনানি করা সম্ভব হয়নি৷

এই পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে,  ১ এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। মূল বেতনের ১৮ শতাংশ হারে ডিএ পাবেন কর্মচারী ও পেনশনভোগীরা।প্রসঙ্গত, কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার রায় দেয় কলকাতা হাই কোর্ট। ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। ২০২২ সালের ডিসেম্বর মাসে শীর্ষ আদালতে রাজ্যের আবেদনটি দায়ের হয়। প্রায় তিন বছর কেটে গিয়েছে। কিন্তু এত দিনেও ওই মামলার নিয়মিত শুনানি শুরু হয়নি।

 

Related articles

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...
Exit mobile version