Saturday, August 23, 2025

একাধিক সুযোগ নষ্ট, বাংলাদেশের বিরুদ্ধে গোলশূন্য ড্র ভারতের

Date:

গোটা ম্যাচে ছন্নছাড়া ফুটবল। আর যার ফলে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল ভারত। এদিন শিলংয়ের মাঠে একাধিক সুযোগ নষ্ট করলেন সুনীল ছেত্রী, ফারুখ চৌধুরীরা। যার যেরে এশিয়ান কাপের প্রথম ম্যাচ থেকে ১ পয়েন্ট মাঠ ছাড়ল মানোলো মার্কুয়েজের দল।

র‍্যাঙ্কিং-এ ভারতের থেকে অনেক নিচে বাংলাদেশ। তবুও এদিন যেন দাঁড়াতেই পারল না টিম ইন্ডিয়া। তবে ম্যাচের শুরুটা হয় অন্যভাবে। প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। ম্যাচের ৩০ মিনিটের মাথায় লিস্টনের ক্রস থেকে ভাল হেড করেন উদান্তা সিং। সেই হেড প্রতিহত হলেও ফিরতি বল পান ফারুখ। কিন্তু গোল করতে পারেননি তিনি। এরই মধ্যে পালটা আক্রমণে যায় বাংলাদেশ। ৪১ মিনিটের মাথায় হামজার ক্রস ধরে বক্সে ঢোকেন জনি। পরিস্থিতি বাঁচান বিশাল। ম্যাচের প্রথমার্ধ থাকে গোলশূন্য।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। তবে দাপট বেশি থাকে টিম ইন্ডিয়ার। ম্যাচের পরের ৪৫ মিনিটেও একাধিক সুযোগ পায় টিম ইন্ডিয়া। কিন্তু গোল করতে ব্যর্থ হল লিস্টন কোলাসোরা। গোলের সুযোগ নষ্ট করেন সুনীলও। লিস্টনের ক্রস একবার কর্নার থেকে জোড়া সুযোগ পান সুনীল। প্রথমবার বল মাথায় লাগাতে পারেননি তিনি। দ্বিতীয়বার সুনীলের শট বার উঁচিয়ে বেরিয়ে যায়। এরপর ম্যাচের ৮৩ মিনিটের মাথায় বক্সে অরক্ষিত অবস্থায় বল পান সুনীল। শুধু গোলে বল রাখতে হত, কিন্তু তাঁর হেড বাইরে বেরিয়ে যায়। শেষমেশ ম্যাচ শেষ হয় গোলশূন্য ভাবে।

আরও পড়ুন- আগামিকাল কলকাতার সামনে রাজস্থান, রাজস্থানের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর বার্তা নাইটদের

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version